শান্তিপুর, 3 সেপ্টেম্বর: 8 মাস আগে পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয় দাদার ৷ এবার টেবিল ফ্যানে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বোনের । ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার গবারচর এলাকায় । জানা গিয়েছে, বেলঘড়িয়া-1 গ্রাম পঞ্চায়েতের গভারচর এলাকার বাসিন্দা সঞ্জনা সরকার সপ্তম শ্রেণির ছাত্রী ।
সূত্রের খবর, শনিবার রাত আটটা নাগাদ টেবিল ফ্যানের হাওয়া খাচ্ছিল সে । পাখারক মুখ অন্যদিকে ঘুরে যায় ৷ হাত দিয়ে সেই টেবিল ফ্যান ঠিক করতে যায় ছোট্ট মেয়েটি ৷ এরপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে । কিছুক্ষণ পরে ছিটকে মেঝেতে পড়ে যায় সঞ্জনা ৷