নদিয়ায় প্রেমের জেরে মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলল কিশোরীর পরিবার কৃষ্ণনগর, 9 মার্চ: নদীর ধার থেকে মিলল নিখোঁজ কিশোরীর মৃতদেহ ৷ ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরের ৷ ত্রিকোণ প্রেমের জেরে কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ৷ বুধবার সকালে কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকায় জলঙ্গীর ঘাটে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা ৷ এরপর তারা খবর দেয় পুলিশকে ৷ পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় (Minor allegedly raped and murdered in Nadia) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরীর বয়স আনুমানিক 17 বছর ৷ বাড়ি কৃষ্ণনগরে ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে যায় সে ৷ ফিরে না-আসায় খোঁজাখুঁজি শুরু হয় ৷ তাঁর মোবাইল নম্বরে ফোন করলে ফোন ধরা হয়নি বলে জানা গিয়েছে ৷ 24 ঘণ্টা পর কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিরুদ্দেশের অভিযোগ দায়ের করা হয় ৷ বুধবার সকালে কিশোরীর মৃতদেহ উদ্ধার হলে পরিবারের সদস্যরা তাঁদের নিখোঁজ মেয়ে বলে সনাক্ত করে সেটিকে ৷
মৃতা নাবালিকার মায়ের অভিযোগ, ওই কিশোরীর স্থানীয় এক যুবকের সঙ্গে প্রায় দু'বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ৷ ইদানিং ওই কিশোরী প্রেমিককে ফোন করলে সে ঠিকমতো কথা বলত না ৷ উলটে নাবালিকাকে ভয় দেখাত ৷ পাশাপাশি পরিবারের দাবি, ওই অভিযুক্ত যুবকের সঙ্গে আরও একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ৷ মেয়ের পড়াশোনায় মন ছিল না ৷ সে সব সময় মোবাইল দেখত ৷ সোমবার, 6 মার্চ এ ব্যাপারে মেয়েকে বকাবকি করেছিলেন মা ৷ এরপর দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যায় নাবালিকা ৷ সে আর বাড়ি ফেরেনি ৷
কিশোরীর এক আত্মীয়ের অভিযোগ, অভিযুক্ত যুবকের সঙ্গে ফেসবুকে নাবালিকার সম্পর্ক তৈরি হয় ৷ সম্প্রতি যুবকটি অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় দু'জনের মধ্যে ঝামেলা লেগে থাকত ৷ যুবকের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, ওই যুবক তার বন্ধুদের নিয়ে কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে ৷ স্থানীয় থানায় যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে জানা যাবে, কিশোরীকে খুন করা হয়েছে, নাকি সে নিজেই আত্মঘাতী হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে খুঁজতে শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন:নাবালিকাকে ধর্ষণ, তিন জওয়ানের কারাদণ্ড