পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Boy Body Recovered: 14 বছরের নাবালকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার, গ্রেফতার মৃতের 2 বন্ধু - বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি এলাকায় উদ্ধার 14 বছরের এক কিশোরের মৃতদেহ ৷ সেখানে একটি আমবাগান থেকে বস্তাবন্দি অবস্থায় ওই নাবালকের দেহ উদ্ধার হয় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 12:36 PM IST

14 বছরের এক নাবালকের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

কৃষ্ণনগর, 27 অগস্ট: 14 বছরের এক কিশোরের আমবাগান থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ছেলের মুক্তির জন্য ফোনে তিন লক্ষ টাকা দাবি করেছিল অভিযুক্তরা, অভিযোগ পরিবারের। ঘটনায় গ্রেফতার মৃত নাবালকের 2 বন্ধু। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘূর্ণি এলাকার ঘটনা।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণি এলাকার এক কিশোর (14), বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে সেদিনই গভীর রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি মিসিং ডায়েরি করা হয় পরিবারের তরফ থেকে। গতকাল রাতে প্রশাসনের তরফ থেকে বাড়িতে খবর দেওয়া হয়। হাসপাতালে ওই মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। প্রশাসনিক সূত্রের খবর হিজুলি এলাকার একটি আমবাগানে বস্তাবাঁধা অবস্থায় ওই কিশোরের মৃতদেহ পড়েছিল। ওই এলাকার মানুষের সন্দেহ হয়, পুলিশকে খবর দিলে তারা এসে বস্তা খুলতেই মৃতদেহটি দেখতে পায়। এরপরই তারা উদ্ধার করে মৃতদেহটি হাসপাতালে নিয়ে আসে।

মৃত ওই কিশোর ঘূর্ণি হাইস্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত। তার মা জানান, গত শুক্রবার সন্ধ্যায় ছেলে শিক্ষক দিবস উপলক্ষে স্কুলের শিক্ষকদের সংবর্ধনা জানানোর জন্য টাকা চেয়েছিল। পাশাপাশি তিনি বলেন, "আমার ছেলের বন্ধু বারবার ফোন করছিল ৷ আমি ছেলেকে যেতে মানা করেছিলাম। কিন্তু আমি কাজে বেরিয়ে যাওয়ার পর ছেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। তারপরে আর বাড়ি ফেরেনি। আমার ছেলে জানিয়েছিল স্কুলের প্রজেক্ট নিয়ে তার বন্ধুরা তাকে হুমকি দেখিয়েছিল 'দেখে নেওয়ার'। সেই কথাই সত্যি হল। আমার ছেলেকে ওরা মেরে ফেলল।"

পাশাপাশি তিনি আরও বলেন, "গতকাল দুপুরে একটি অচেনা নম্বর থেকে ফোন এসেছিল এবং তিন লক্ষ টাকা দাবি করছিল তারা। না-হলে ছেলের মৃতদেহ বাড়িতে ফেলে দিয়ে যাওয়ার হুমকিও দেখিয়েছিল। আর তা সত্যি হল। আমি চাই যারা আমার ছেলের খুনে অভিযুক্ত, তাদের ফাঁসি হোক ৷ ইতিমধ্যেই এই ঘটনায় নাবালকের স্কুলের দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পাশাপাশি আজ, রবিবার তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হবে। প্রশাসনিক সূত্রে খবর, ওই দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ।

আরও পড়ুন:বিজেপি সাংসদের বাড়ি থেকে উদ্ধার নাবালকের ঝুলন্ত দেহ!

ABOUT THE AUTHOR

...view details