পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিধিনিষেধ মেনে পালিত হবে মায়াপুর ইসকনের রথযাত্রা - রথযাত্রা

মায়াপুর ইসকনে জাঁকজমকহীন ভাবেই পালিত হবে এ বছরের রথযাত্রা ৷ 50 জন ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গণেই রথে বসিয়ে ঘোরানো হবে জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম দেবকে ৷ তাও তিনটি আলাদা রথের বদলে একটি রথে করেই তিন দেবদেবীকে ঘোরানো হবে ৷

Mayapur ISKCON Rathyatra will be Celebrate with covid 19 restrictions in nadia
করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে পালিত হবে মায়াপুর ইসকনের রথযাত্রা

By

Published : Jul 11, 2021, 7:35 PM IST

মায়াপুর, 11 জুলাই : রাত পোহালেই রথযাত্রা ৷ কিন্তু, করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাব সামান্য নিয়ন্ত্রণে এলেও ফের একবার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে ভারতের কয়েকটি রাজ্যে ৷ এই পরিস্থিতিতে করোনা সংক্রান্ত নিয়মবিধি মেনে রথযাত্রা পালিত হবে মায়াপুর ইসকনে (ISKCON or International Society for Krishna Consciousness) ৷ প্রতিবার জাঁকজমকের সঙ্গে রথযাত্রার উৎসব পালিত হলেও, এবারে ছবিটা পুরোপুরি অন্যরকম ৷

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ৷ রথযাত্রার দিন সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত কোনও পর্যটককে ইসকন মন্দির বা তার আশেপাশের চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না । ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসকন কর্তৃপক্ষ । শুধু মাত্র 50 জন ভক্তের উপস্থিতিতে এবারের মায়াপুর ইসকনের রথযাত্রা সম্পন্ন হবে ৷ অন্যান্যবার ইসকন থেকে রাজাপুর পর্যন্ত, 5 কিলোমিটার রাস্তায় তিনটি পৃথক রথে করে জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম দেব মায়াপুর ইসকনের অস্থায়ী গুন্ডিচায় মাসির বাড়িতে আসত ৷

করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে পালিত হবে মায়াপুর ইসকনের রথযাত্রা

আরও পড়ুন : করোনাবিধি মেনে পালিত হবে মায়াপুর ইসকনের রথযাত্রা

কিন্তু, করোনার জেরে রথের সংখ্যাতেও কাটছাঁট করা হয়েছে ৷ এবারে শুধুমাত্র একটি রথে করে ইসকন মন্দির প্রাঙ্গণের মধ্যেই জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম দেবকে রথে করে ঘোরানো হবে ৷ পাশাপাশি রথাযাত্রার সূচনায় কোনও অতিথিকেও এ বছর আমন্ত্রণ জানানো হয়নি ৷ উদ্বোধনের অনুষ্ঠানও তাই এবার পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ৷ সম্পূর্ণ সাদামাটাভাবে নিয়মরক্ষা করে রথযাত্রা পালিত হবে তীর্থনগরী মায়াপুরের ইসকনে ৷

ABOUT THE AUTHOR

...view details