পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তিপুরে পুরোহিত খুনে গ্রেপ্তার 3 - নদিয়া

নবমীর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান শান্তিপুর থানার বাগদেবী তলার পুরোহিত সুপ্রিয় ব্যানার্জি । বৃহস্পতিবার সকালে একটি খালের জলে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় সুপ্রিয়বাবুর মৃতদেহ । ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ ৷

ছবি

By

Published : Oct 13, 2019, 2:28 PM IST

শান্তিপুর , 13 অক্টোবর : নদিয়ার শান্তিপুরে পুরোহিতকে খুনের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ৷ গতকাল তাদের রানাঘাট আদালতে তোলা হয় ৷ ধৃতদের নাম স্বপন প্রামাণিক, তরুণ মণ্ডল ও সুব্রত ধাড়া ।

নবমীর রাতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান শান্তিপুর থানার বাগদেবী তলার পুরোহিত সুপ্রিয় ব্যানার্জি । পরেরদিন খোঁজাখুজির পর তাঁর পরিবারের সদস্যরা শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করে । নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তিনজনকে সেদিন আটক করে জিজ্ঞাসাবাদ করে শান্তিপুর থানার পুলিশ ।

এরপর বৃহস্পতিবার সকালে একটি খালের জলে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় সুপ্রিয়বাবুর মৃতদেহ । উত্তেজিত জনতা রাস্তা আটকে অবরোধ শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে শান্তিপুর থানার পুলিশ গেলে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা । দীর্ঘক্ষণ বিক্ষোভের পর এবং রানাঘাট SDPO ঘটনাস্থানে গিয়ে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায় ।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় স্বীকার করে যে নবমীর দিন রাত দুটো নাগাদ সুপ্রিয় ব্যানার্জি লক্ষ্মীকান্তপুরের একটি মণ্ডপে যান ৷ সেখানে তিনি বচসায় জড়িয়ে পড়েন । এরপর এই তিনজন জোর করে তাঁকে বাড়িতে নিয়ে যেতে চায় ৷ বাড়ি যাওয়ার সময় ধাক্কা মেরে পাশের একটি নালায় ফেলে দেয় সুপ্রিয়কে । পরে ঘটনাস্থান ছেড়ে চলে যায় তারা । ধৃত তিনজনকে গতকাল রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় । ধৃতদের 5 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

ABOUT THE AUTHOR

...view details