পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Stabbed in Chakdaha: নেশার টাকা অমিল, বিশেষভাবে সক্ষম প্রৌঢ়কে কোপানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে - বিশেষভাবে সক্ষম

নেশার জন্য টাকা চেয়ে চেয়েছিলেন ৷ আর তা না-দিতে বছর চুয়ান্নর এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবককে বিরুদ্ধে (Chakdaha Crime) ৷ ঘটনায় অভিযুক্ত পলাতক ৷

Man Stabbed in Chakdaha
ফাইল ছবি

By

Published : Mar 9, 2023, 4:45 PM IST

প্রৌঢ়কে কোপানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

চাকদা, 9 মার্চ: নেশার টাকা চেয়েও না-পাওয়ায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ গুরুতর আহত অবস্থায় বছর চুয়ান্নর ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। জানা যায়, আহত ব্যক্তির নাম কার্তিক কর্মকার। ঘটনাটি ঘটে গতকাল রাতে চাকদা পৌরসভা এলাকার 23 ঘর কলোনি এলাকায় (Man Stabbed by Neighbour) ।

অভিযোগ, কার্তিক কর্মকার নামে বিশেষভাবে সক্ষম এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপান প্রতিবেশী যুবক সজীব সরকার। চাকদা গৌড়পাড়ার টুনিপুকুরপাড় এলাকায় কার্তিক কর্মকারের একটি সাইকেল রিপেয়ারিং-এর দোকান রয়েছে। সজীব বেকার, কোনও কাজকর্ম করে না। প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়ায়। বুধবার বিকেল থেকেই সজীবকে অস্ত্র হাতে করে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। এরপর সন্ধ্যায় কার্তিক কর্মকারের ঘরে ঢুকে টাকা চায় সজীব। টাকা দিতে অস্বীকার করলে তখনই ধারালো অস্ত্র দিয়ে প্রৌঢ়ের গলায় কোপ দেয় সে ৷

কার্তিক কর্মকারের চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হয়ে যান। যদিও তার আগেই পালিয়ে যায় সজীব। স্থানীয় বাসিন্দারা আহতকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসাধীন কার্তিক কর্মকার। ঘটনার পর চাকদা থানার পুলিশ সজীবের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় প্রতিবেশী স্বপন বিশ্বাস জানান, হঠাৎ চিৎকার শুনতে পান তিনি। কেউ একজন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন। এরপরই দরজা খুলে দেখেন বাড়ির সামনে কার্তিক কর্মকার রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। অন্যদিকে, অভিযুক্ত সজীব ঘটনাস্থলে জখমকে ফেলে রেখে পালিয়ে যাচ্ছে। এরপরেই আহত ওই ব্যক্তিকে সকলে মিলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন:বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় যুবতীকে 15 বার কোপাল যুবক !

ওই প্রতিবেশী আরও বলেন, "অভিযুক্ত ওই যুবক সবসময় মদ্যপ অবস্থায় ছিল।" এ বিষয়ে আহত কার্তিক কর্মকারের ছেলে অসিত কর্মকার বলেন, "অভিযুক্ত ওই যুবকের সঙ্গে এর আগেই বাবার সঙ্গে কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। কিন্তু আমি কাজে গিয়েছিলাম পুরো বিষয়টি নিজে চোখে দেখিনি। প্রতিবেশীদের কাছ থেকে ঘটনাটি শোনার পর আমি তড়িঘড়ি এসেছি। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details