নদিয়া, 5 ডিসেম্বর: জমি বিবাদের (land dispute) জেরে গুলিবিদ্ধ হয়েছে এক ব্যক্তি (Man shot in Nadia) ৷ ঘটনায় আহত হয়েছেন একাধিক(many injured)। ঘটনাটি ঘটেছি নদিয়ার নাকাশিপাড়া থানার পাটুয়াডাঙ্গা এলাকায় ।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম কুদ্দুস শেখ । আশঙ্কাজনক অবস্থায় তিনি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । জানা গিয়েছে, কুদ্দুস শেখের দাদার সঙ্গে পাশের বাড়ির বাসিন্দাদের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ ছিল । সোমবার আচমকাই পাশের বাড়ির বাসিন্দারা বেশকিছু বহিরাগত নিয়ে এসে ওই ব্যক্তির উপর হামলা চালায় বলে অভিযোগ ।