পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

15 Months in Bangladesh Jail: দিনমজুরের কাজ করতে গিয়ে বাংলাদেশের জেলে, 15 মাস পর বাড়ি ফিরলেন নদিয়াবাসী - দেশে ফিরল

সীমান্ত পেরিয়ে দিনমজুরের কাজ করতে গিয়ে বিডিআর-এর হাতে গ্রেফতার হয়েছিলেন নদিয়ার এক ব্যক্তি । তবে ভারত ও বাংলাদেশ সরকারের তৎপরতায় 15 মাস পরে তিনি বাড়ি ফিরলেন ৷

15 Months in Bangladesh Jail
15 Months in Bangladesh Jail

By

Published : May 8, 2023, 8:06 PM IST

15 মাস পর বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন নদিয়ার নাসির শেখ

নদিয়া, 8 মে: জারার ভালোবাসার টানে সুদূর পাকিস্তানে গিয়ে জীবনটাই বদলে গিয়েছিল বীর প্রতাপ সিং-এর ৷ 22টা বছর তাঁকে কাটাতে হয়েছে পাকিস্তানের সংশোধনাগারে ৷ দু দেশের সৌজন্য চুক্তিতে ভারতীয় সেই বন্দি মুক্তি পেয়েছিল ৷ তবে ততদিনে বার্ধক্য তাঁকে গ্রাস করেছে ৷ এটা সেলুলয়েডের গল্প ৷ আর বাস্তবে সরবজিৎ সিং পাকিস্তানের জেলে বন্দি হওয়ার পর আর ফিরতেই পারেননি ৷ আর পাকিস্তানে বন্দি আর এক ভারতীয় কুলভূষণ যাদবের দেশে ফেরার যুদ্ধ এখনও অব্যাহত ৷ এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর এল নদিয়া থেকে ৷ এক দিনমজুর বাংলাদেশ সীমান্ত পেরিয়ে যাওয়ায় তাঁকে বিডিআর-এর হাতে বন্দি হতে হয়েছিল ৷ তিনি অবশ্য ভালোবাসা নয়, গিয়েছিলেন পেটের টানে ৷ কিন্তু তাঁর কপালে জোটে ওপার বাংলার জেলের ভাত ৷ তবে ভারত-বাংলাদেশের তৎপরতায় 15 মাস পর বাড়ি ফিরলেন তিনি ৷

নদিয়ার চাপড়া থানার ব্রহ্মনগর এলাকার বাসিন্দা নাসির শেখ । বয়স 50 পেরিয়েছে ৷ পেশায় দিনমজুর । 15 মাস আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ব্রহ্মনগর আনন্দবাস এলাকায় কৃষিজমিতে শ্রমিকের কাজ করতে গিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের হাতে গ্রেফতার হন তিনি । এরপর বিডিআর-এর পক্ষ থেকে তাঁকে ওই এলাকার স্থানীয় পুলিশ প্রশাসন মারফত বাংলাদেশের আদালতে পেশ করা হয় । সীমান্ত পার করার অভিযোগে আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয় ।

এরপর ভারত সরকারের উদ্যোগে দীর্ঘ 15 মাস পর বাংলাদেশ থেকে মুক্তি পেয়ে ভারতের মাটিতে প্রবেশ করলেন তিনি । ফিরলেন চার সন্তানের কাছে ৷ এ বিষয়ে নাসির শেখ বলেন, "ব্রম্মনগর সীমান্ত পেরিয়ে প্রতিদিনের মতো দিনমজুরের কাজ করতে গিয়েছিলাম । সামান্য একটু পার হতেই বিডিআর আমাকে গ্রেফতার করে । এরপরেই বাংলাদেশের স্থানীয় থানায় আমাকে স্থানান্তরিত করে দেয় । সেই থানার পক্ষ থেকে আমাকে আদালতে তোলা হয় ৷ পরে দুই মাসের জেল হেফাজতের নির্দেশ দেয় বাংলাদেশ আদালত ।"

এরপর বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ভারতের হাইকমিশনের যোগাযোগ করে দুই সরকার আলোচনার মাধ্যমে নাসিরকে ভারতে নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় । 15 মাস পর বাড়িতে ফিরতে পেরে খুশি নাসির ৷ ঘরের মানুষকে ফিরে পেয়ে আপ্লুত পরিবার ৷

নাসির শেখের দাদা সিরাজ শেখ বলেন, "দীর্ঘ 15 মাস পর ভাই বাড়িতে ফিরে আসায় আমরা যথেষ্টই খুশি ।" ভাই গ্রেফতার হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, সীমান্ত পেরিয়ে অনেকেই দিনমজুরের কাজ করতে যান । কখনও মাঠের কাজ কখনও বা অন্যান্য কাজ করেন একাধিক শ্রমিক । তাঁর ভাইও ঠিক সেইরকম কাজ করতেই গিয়েছিলেন বলে জানালেন সিরাজ ৷ তখনই বিডিআর নাসিরকে গ্রেফতার করে । দুই সরকার যৌথ উদ্যোগে ভাইকে ফিরিয়ে দেওয়ায় তাঁরা দারুণ খুশি বলে জানালেন সিরাজ ৷

আরও পড়ুন:আইনি জটিলতা কাটিয়ে দেশে ফিরলেন 135জন মৎস্যজীবী

ABOUT THE AUTHOR

...view details