চাপড়া, 11 জুন : পারিবারিক অশান্তির জেরে দাদাকে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে । মৃতের নাম রমজান শেখ (60)। আজ সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়ার আলফা গ্রামে ।
নদীয়ার চাপড়া থানার আলফা গ্রামের বাসিন্দা রমজান শেখের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল তার মাসতুতো ভাই জালাল হাল সোনার।
অভিযোগ, প্রতিদিন মদ্যপান করে নিজের স্ত্রীকে মারধর করত জালাল হাল সোনা। সেই ঘটনার প্রতিবাদ করেন রমজান। সেই নিয়েই দুই ভাইয়ের বিবাদ।
কয়েকদিন আগে বাড়ি ছেড়ে চলে যায় জালালের স্ত্রী। তার পর থেকে দুই ভাইয়ের মধ্যে বচসা তীব্র হয় । আজ ভোরে নমাজ পড়ে ফেরার পথে রমজানের মাথায় শাবল দিয়ে আঘাত করে সোনা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জালাল হাল সোনা।