নদিয়া, 9 এপ্রিল : নিজে ক্যানসারে আক্রান্ত, দুই ছেলে হাঁটাচলা করতে পারে না ৷ অভাবের এই সংসারে সংসার ছেড়েছে বাবা । ঘটনাটি নদিয়ার বীরনগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের উত্তর পালিত পাড়া এলাকার (a difficult struggle of sarkar family) । এক ছেলের নাম দীপক সরকার (22), আরও এক ছেলে পঙ্কজ সরকার (17) ৷ এদের দু'জনের কেউই কথা বলতে পারে না । না পারে, ঠিক মতো চলাফেরা করতে ৷ বয়স যত বাড়ছে ততোই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দুই ছেলে । কঠিন ব্যয়বহুল রোগে আক্রান্ত ওরা তিনজনেই ।
তিনজনের সংসারে তার বাবা কালু সরকার হকারি করে সংসার চালাতেন । মা, অর্চনা সরকার অন্যের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালাতেন ৷ দু'বছর আগে মা অর্চনা সরকারের ব্রেস্ট ক্যানসার ধরা পড়ার পর রান্নার কাজটিও চলে যায় তাঁর ৷ বাবা সেই যে বাড়ি ছেড়েছেন আর বাড়ি আসেনি । কাজ চলে যাওয়ার পর সেভাবে কাজও জোটেনি অর্চনার । এখন অভাবকে সঙ্গী করে চলতে হচ্ছে তাদের তিনজনকে ।