পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nadia News : ঘর ছেড়েছে স্বামী, বিশেষভাবে সক্ষম দুই সন্তানকে নিয়ে আতান্তরে ক্যান্সার আক্রান্ত মহিলা - Nadia News

নদিয়ার বীরনগরের উত্তর পালিত পাড়া এলাকায় বাস সরকার পরিবারের ৷ বাড়ির কর্ত্রী অর্চনা সরকার ক্যান্সার আক্রান্ত ৷ দুই ছেলে দীপক সরকার ও পঙ্কজ সরকার বিশেষভাবে সক্ষম ৷ এই অবস্থায় স্ত্রী ও দুই ছেলেকে ফেলে পালিয়েছে বাড়ির কর্তা ৷ ফলে দুই ছেলেকে নিয়ে ফাঁপরে পড়েছেন নদিয়ার বীরনগরের বাসিন্দা অর্চনা দেবী (Man leaves wife with cancer and two disabled son in nadia) ৷

Struggle of Sarkar Family
মা ক্যানসারে আক্রান্ত, দুই ছেলে হাঁটাচলা করতে পারে না

By

Published : Apr 9, 2022, 10:51 AM IST

নদিয়া, 9 এপ্রিল : নিজে ক্যানসারে আক্রান্ত, দুই ছেলে হাঁটাচলা করতে পারে না ৷ অভাবের এই সংসারে সংসার ছেড়েছে বাবা । ঘটনাটি নদিয়ার বীরনগর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের উত্তর পালিত পাড়া এলাকার (a difficult struggle of sarkar family) । এক ছেলের নাম দীপক সরকার (22), আরও এক ছেলে পঙ্কজ সরকার (17) ৷ এদের দু'জনের কেউই কথা বলতে পারে না । না পারে, ঠিক মতো চলাফেরা করতে ৷ বয়স যত বাড়ছে ততোই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে দুই ছেলে । কঠিন ব্যয়বহুল রোগে আক্রান্ত ওরা তিনজনেই ।

তিনজনের সংসারে তার বাবা কালু সরকার হকারি করে সংসার চালাতেন । মা, অর্চনা সরকার অন্যের বাড়িতে রান্নার কাজ করে সংসার চালাতেন ৷ দু'বছর আগে মা অর্চনা সরকারের ব্রেস্ট ক্যানসার ধরা পড়ার পর রান্নার কাজটিও চলে যায় তাঁর ৷ বাবা সেই যে বাড়ি ছেড়েছেন আর বাড়ি আসেনি । কাজ চলে যাওয়ার পর সেভাবে কাজও জোটেনি অর্চনার । এখন অভাবকে সঙ্গী করে চলতে হচ্ছে তাদের তিনজনকে ।

মাথা গোঁজার ঠাঁই বলতে সরকারের দেওয়া একখানি ঘর ও লক্ষীর ভাণ্ডার প্রকল্পের 500 টাকা । একদিকে ক্যানসার চিকিৎসা অন্যদিকে দুই ছেলের সেবা করা, কঠিন সংগ্রামের মুখে দাঁড়িয়ে সরকার পরিবার । পরিবারের সবাই রয়েছে এখন অন্যের মুখাপেক্ষী হয়ে ।

কঠিন সংগ্রামে সরকার পরিবার

আরও পড়ুন :বেহাল রাস্তা, কালভার্টে মরণফাঁদ ! মালদায় পঞ্চায়েত ভোট বয়কটের পথে গ্রামবাসীরা

ছোটবেলায় বেশ চলাফেরা করত দীপক ও পঙ্কজ ৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ অসাড় হয়ে যাচ্ছে তাদের শরীর । এখন ব্যয়বহুল চিকিৎসা করা তাদের কাছে কোনওভাবে সম্ভব না । একদিকে খাওয়া অন্য দিকে চিকিৎসা কোনটাই ঠিকঠাক হচ্ছে না । সম্বল বলতে আর কিছুই নেই । তাদের একটাই দাবি যদি কোনও সহৃদয় ব্যক্তি তাদের সাহায্য করেন তাহলে একটু স্বস্তিতে জীবন অতিবাহিত করতে পারে ওঁরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details