পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় বাড়িতে ঢুকে ব্যক্তিকে গুলি করে খুন

মুখে কালো কাপড় বেঁধে আশুতোষবাবুর বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা।

আশুতোষ বিশ্বাস

By

Published : Mar 20, 2019, 1:02 AM IST

পলাশি (নদিয়া), ২০ মার্চ : বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি নদিয়ার পলাশিপাড়ার থানার বার্নিয়ার। মৃতের নাম আশুতোষ বিশ্বাস (৫৫)।

মৃত আশুতোষ বিশ্বাস

পেশায় মুহরি আশুতোষবাবু বার্নিয়া থানার শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, গতরাত ৯টা নাগাদ দু'জন মুখে কালো কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র নিয়ে আশুতোষবাবুর বাড়িতে ঢোকে। কিছুক্ষণ পর আশুতোষবাবুর বাড়ি থেকে কয়েক রাউন্ড গুলি চালানোর আওয়াজ আসে।

স্থানীয়রা গুলির আওয়াজ শুনে তাঁর বাড়িতে যায়। ততক্ষণে ওই দু'জন পালিয়ে যায়। আশুতোষবাবুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে দুষ্কৃতীরা এসেছিল, এর পিছনে পুরানো শত্রুতা আছে কি না তা খতিয়ে দেখছে পলাশিপাড়া থানার পুলিশ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details