পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বয়রা ঘাটে গঙ্গায় ঝাঁপ ব্যক্তির - Nadia

নদিয়ার শান্তিপুর এলাকার বইচা বসাক পাড়ার বাসিন্দা রতন বসাক । বাড়িতে তাঁর স্ত্রী সহ ছোটো মেয়ে এবং জামাই থাকেন । জানা গিয়েছে, তাঁর ছোটো মেয়ে এবং স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ লেগে থাকত রতন বসাকের ।

Nadia
Nadia

By

Published : Oct 11, 2020, 2:47 PM IST

নদিয়া, 11 অক্টোবর : গঙ্গায় ঝাঁপ দিলেন এক ব্যক্তির । পারিবারিক অশান্তির জেরেই এই সিদ্ধান্ত বলে দাবি স্থানীয়দের । ঘটনাটি শান্তিপুর থানা এলাকায় । নিখোঁজ ব্যক্তির নাম রতন বসাক (50) । ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

শান্তিপুর এলাকার বইচা বসাক পাড়ার বাসিন্দা রতন বসাক । বাড়িতে তাঁর স্ত্রী সহ ছোটো মেয়ে এবং জামাই থাকেন । জানা গিয়েছে, তাঁর ছোট মেয়ে এবং স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ লেগে থাকত রতন বসাকের । এ নিয়ে একাধিকবার মীমাংসা করে দেয় গ্রামবাসীরা । অভিযোগ, তাঁর স্ত্রী ও মেয়ে বারবার রতন বসাককে তাঁর নামের জায়গা লিখে দিতে বলে । এই নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন সকালে শান্তিপুরের বয়রা ঘাট এলাকায় হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন ওই ব্যাক্তি । এরপর তলিয়ে যান তিনি । খবর পেয়ে, ঘটনাস্থানে আসে শান্তিপুর থানার পুলিশ । এরপর বিপর্যয় মোকাবিলা দপ্তর খবর দেওয়া হয় । ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা ।

ABOUT THE AUTHOR

...view details