পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নৌকা থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ় - নদিয়ায় আত্মহত্যা

নৌকা থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা (Suicide) করলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি । নদিয়ার (Nadia) নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাটে এই ঘটনা ঘটে । ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ ৷

man jumped into the ganges and died in suicide at nadia
নৌকা থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়

By

Published : Jul 26, 2021, 1:41 PM IST

নবদ্বীপ, 26 জুলাই: নৌকা থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাটে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপে যাওয়ার জন্য অজ্ঞাতপরিচয় বছর পঞ্চাশের ওই ব্যক্তি নৌকায় ওঠেন । এরপর নৌকো ছেড়ে দিলে হঠাৎ তিনি মাঝ গঙ্গায় ঝাঁপ দেন । ওই ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন নৌকার মাঝি ও প্রত্যক্ষদর্শীরা ।

আরও পড়ুন:শুভেন্দু-দিলীপকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ভুল স্বীকার সৌমিত্রর

প্রাথমিক অবস্থায় কিছুটা সাঁতার কাটলেও পরবর্তী সময়ে জলে তলিয়ে যান তিনি ৷ নবদ্বীপ ফাঁসিতলা ঘাটের দিক থেকে আসা একটি ডিঙি নৌকা উদ্ধার করে তাঁকে । এরপর মাঝি ও নৌকার যাত্রীদের সহযোগিতায় সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে নবদ্বীপ ফেরিঘাটে নিয়ে আসা হয় । খবর দেওয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে ।

আরও পড়ুন:ইটিভি ভারতের খবরের জের, বৃদ্ধ দম্পতির পাশে মানবাধিকার সংগঠন

পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে নবদ্বীপ থানার পুলিশ ৷ গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে ৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details