পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় যুবতিকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে - নদিয়ায় যুবতি খুন

ফোনটা করেছিল মেয়ের ননদ । জানায়, আত্মহত্যা করেছে মেয়ে শম্পা । খবর পেয়ে শম্পার শ্বশুরবাড়ি পৌঁছায় তার পরিবারের লোকজন । তাদের অভিযোগ, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে শম্পাকে ।

House wife death
মৃত যুবতি শম্পা দাস

By

Published : Jan 23, 2020, 2:03 PM IST

শান্তিপুর, 23 জানুয়ারি : যুবতিকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । নাম শম্পা দাস (26) । শান্তিপুর থানার কালিপুর এলাকার ঘটনা ।

তাহেরপুর থানার বিননগর বাসিন্দা শম্পা দাস । 12 বছর আগে তাঁর সঙ্গে শান্তিপুর থানার কালিপুর গ্রামের বাসিন্দা সঞ্জয় দাসের বিয়ে হয় । গতকাল সঞ্জয়ের বোন সঞ্চিতা মজুমদার শম্পার পরিবারকে ফোন করে । তাদের জানায়, আত্মহত্যা করেছে শম্পা । কিন্তু শম্পার পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে ।

শম্পার পরিবারের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরত সঞ্জয় । তারপর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শম্পাকে মারধর করত । আর এই কাজে সঞ্জয়কে প্ররোচনা দিত তার বাবা-মা ও বোন । সেইসময় একাধিকবার থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয় শম্পার পরিবারের তরফে । কিন্তু প্রত্যেকবারই সঞ্জয় পুলিশের সামনে শম্পা ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে মীমাংসা করে নিত ।

শম্পার বাবার দাবি, গতকালও মদ খেয়ে বাড়িতে ঢোকে সঞ্জয় । তারপর শম্পাকে মারধর করে । পরে গলায় ফাঁস লাগিয়ে খুন করে । যদিও সঞ্জয়ের পরিবারের দাবি, আত্মহত্যা করেছে শম্পা । ঘটনায় আজ শান্তিপুর থানায় সঞ্জয় ও তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন শম্পার বাবা নির্মল কর্মকার । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details