রানাঘাট, 1 মার্চ : নাবালিকাকে ধর্ষণের দায়ে 10 বছরের কারাদণ্ড হল এক ব্যক্তির। ঘটনা নদিয়ার রানাঘাট থানা এলাকার। দোষির নাম বুড়ো বক্সি।
নাবালিকাকে ধর্ষণের দায়ে 10 বছরের কারাদণ্ড
ধর্ষণের ঘটনায় শাস্তি পেল নদিয়ার এক ব্য়ক্তি। তাকে 10বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
2017 সালে 7 জুলাই একটি মামলা দায়ের হয় রানাঘাট থানায়। কেস নম্বর 239/17। ঘটনার দিন স্থানীয় মাঠে একটি পাম্প মেশিনের ঘরে ছিল রামকৃষ্ণ ওরফে বুড়ো বক্সি। সেখানে ঘাস কাটতে গিয়েছিল 11 বছরের এক নাবালিকা। সেসময় ওই নাবালিকাকে ধর্ষণ করে বুড়ো। এরপর রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্য়রা। তদন্ত শুরু করে বুড়োকে গ্রেপ্তার করা হয়। প্রায় সাড়ে তিন বছর পর ঘটনার রায় দেয় আদালত।
এবিষয়ে ওই নাবালিকার তরফে আইনজীবী রাজশ্রী বেহুরা জানান, আদালত বুড়োকে পকসো আইনে দোষি সাব্য়স্ত করে। তাকে 10 বছরের কারাবাস এবং 1 লাখ টাকা জরিমানার নির্দেশ দেয়। অনাদায়ে আরও একবছর কারাবাসের নির্দেশ দেয়।