নদিয়া, 25 জুন : পারিবারিক বিবাদের জেরে 10 বছরের নাবালককে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে । নদিয়ার হরিণঘাটায় গতকাল একটি পুকুর থেকে সৌরথ ঘোষের মৃতদেহ উদ্ধার হয় । অভিযুক্ত সমীর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয় ।
স্থানীয় সূত্রের খবর, হরিণঘাটার বিরজা এলাকার বাসিন্দা তপন ঘোষ । তাঁর সঙ্গে পুকুর সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছিল তাঁর ভাই সমীরের । সৌরথের পরিবারের অভিযোগ, মঙ্গলবার সমীর তার ভাইপো সৌরথকে ডেকে নিয়ে যায় । তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সৌরথ ।