শান্তিপুর, 9 মার্চ : যুবতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে ৷ নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহ পাড়ার ঘটনা ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷
আরও পড়ুন : সুপ্রিম রায়ে ভারতীয় রক্ষাকবচে স্বস্তিতে বিজেপি
শান্তিপুর, 9 মার্চ : যুবতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে ৷ নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহ পাড়ার ঘটনা ৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ ৷
আরও পড়ুন : সুপ্রিম রায়ে ভারতীয় রক্ষাকবচে স্বস্তিতে বিজেপি
মৃতার নাম শম্পা সর্দার (21) ৷ বাড়ি নদিয়ার বগুলা মানিকতলা এলাকায় ৷ চার বছর আগে বিয়ে হয়েছিল অভিজিত সর্দারের সঙ্গে ৷ শম্পার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে শম্পার উপর রীতিমতো শারীরিক ও মানসিক নির্যাতন চালত অভিজিৎ ৷ অত্যাচার সহ্য করতে না পেরে একাধিকবার শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসতে বাধ্য হন ওই গৃহবধূ ৷ কিছুদিন আগে টাকা আনার জন্য শম্পাকে চাপ দিয়েছিল তাঁর অভিজিৎ ৷ এমনকি তাঁকে মারধরও করা হয়েছিল ৷
আরও পড়ুন : প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্যের জেরে নোটিস পাঠানো হল মহুয়াকে
শম্পার পরিজনরা জানান, অভিজিৎ বাড়িতে ফোন করে জানায় শম্পা আত্মহত্যা করেছেন ৷ কিন্তু পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে শম্পাকে ৷ শান্তিপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিজিৎকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ ৷ ইতিমধ্যেই খুন নাকি আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ ৷