পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Beaten to Death: পাওনা টাকা চাওয়ায় বেধড়ক মারধরের অভিযোগ, মৃত্যু ব্যক্তির - মৃত্যু ব্যক্তির

ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে নদিয়ায় ৷ পরে মৃত্যু হয় ওই ব্যক্তির (Beaten to Death) ৷ পৌরসভার চেয়ারপার্সনের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা ৷

Allegation of Man beaten to death in Nadia
Allegation of Man beaten to death in Nadia

By

Published : Oct 19, 2022, 7:44 PM IST

কৃষ্ণনগর, 19 অক্টোবর: পাওনা টাকা চাইতে গেলে বেধড়ক মারধরের অভিযোগ। আর তার জেরে গুরুতর আহত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির (Man allegedly beaten to death in Nadia) । নিহতের নাম পাঁচু পণ্ডিত ৷ দেহ নিয়ে পৌরসভার চেয়ারপার্সনের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা । ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার জল ট্যাঙ্ক এলাকায় ।

জানা গিয়েছে, সেদিন মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে পাঁচু পণ্ডিত নামে ওই ব্যক্তি । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয় । সোমবার ওই ব্যক্তি মারা যান ।

সূত্রের খবর, নিহত পাঁচু পণ্ডিত মিন্টু সাহাকে বছর দু'য়েক আগে বিনা সুদে 30000 টাকা ধার দেন । গত 14 তারিখ নাগাদ সেই টাকা আনতে গেলে পাঁচু পণ্ডিতকে মিন্টু সাহা এবং তাঁর বাবা বাঁশ দিয়ে পিটিয়ে মারে ৷ এমনই অভিযোগ নিহতের পরিবার । বাঁশ দিয়ে মারের ফলে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে পাঁচু পণ্ডিত । এরপরেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে শক্তিনগর থেকে তাঁকে রেফার করা হয় কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে । এনআরএসে (NRS Medical college and hospital) গত সোমবার মৃত্যু হয় তাঁর ।

এরপরেই সোমবার রাতেই অভিযুক্তের চায়ের ও ফুলের দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় । মঙ্গলবার সকাল থেকেই এলাকা ছিল থমথমে। অভিযুক্তের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির বিভিন্ন সামগ্রী উঠোনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে । যদিও সে সময় বাড়িতে কোনও লোক ছিল না বলে জানা গিয়েছে ।

ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে নদিয়ায়

আরও পড়ুন:পারিবারিক বিবাদের জের, শান্তিপুরে ভাইপোর হাতে খুন এক ব্য়ক্তি

স্থানীয়দের দাবি, পাঁচুর বাড়ির লোকজন সোমবার রাতে ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়ি । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে নিহতের পরিবারের সদস্যরা । তাদের দাবি, অভিযুক্তের পরিবারের লোকজন ভাঙচুর করে তাদের ফাঁসানোর চেষ্টা করছে । দেহ বাড়িতে পৌঁছনোর পর বর্তমান পৌরসভার চেয়ারপার্সন রিতা দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের সদস্যেরা । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই সূত্রের খবর ।

ABOUT THE AUTHOR

...view details