রানাঘাট, 22 মে :বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে দাদাকে হত্যার চেষ্টা করল খুড়তুতো ভাই ৷ এমনই অভিযোগ উঠল শান্তিপুর থানার প্রফুল্ল নগরে ৷ আক্রান্ত যুবকের নাম সন্তু রায় ৷
23 বছরের সন্তু রানাঘাট থানার হবিবপুর রাঘবপুর পূর্বপাড়ার বাসিন্দা ৷ তাঁর এক খুড়তুতো ভাই, তাঁকে ফোন করে ডেকে ঘুরতে বেরোয় ৷ খুড়তুতো ভাই, তাঁর এক বন্ধু এবং সন্তু বাইকে করে প্রফুল্ল নগরের একটি আমবাগানে ঘুরছিল ৷ সেখানে হঠাৎই সন্তুর উপর চড়াও হয় তাঁর ভাই ৷ গলায় ছুরি চালিয়ে তাঁকে হত্যা করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ৷ সন্তু চিৎকার করতে থাকলে সেখানে জড়ো হয়ে এলাকার বাসিন্দারা ৷ স্থানীয়দের আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক ৷ স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সন্তুকে ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে ।