শান্তিপুর, 9 নভেম্বর: বুধবার নদিয়ার কৃষ্ণনগরে একটি জনসভা সেরে শান্তিপুরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ শান্তিপুরের ঐতিহ্যবাহী বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে প্রবেশ করে বিগ্রহ দর্শন করেন তিনি । নিজের হাতেই শ্যামসুন্দর জিউকে আরতি করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি ফলের ডালি দিয়ে নত মস্তকে প্রণাম করেন তিনি । এরপরেই মুখ্যমন্ত্রী শান্তিপুরের আরও এক ঐতিহ্যবাহী জায়গা বড় গোস্বামী বাড়িতে যান ৷ সেখানেও একইভাবে বিগ্রহ দেবতার কাছে পুজো দেন ।
তবে রাস উৎসব (Rash Utsav) দর্শনে মুখ্যমন্ত্রীর আসায় কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় শান্তিপুরকে । অন্যদিকে, আজ শান্তিপুরের রাস উৎসবের দ্বিতীয় দিন, কিন্তু মমতার নিরাপত্তাজনিত কারণে বহিরাগত দর্শনার্থীরা প্রবেশ করতে পারিনি সেখানে ৷ শান্তিপুরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিকে নো-এন্ট্রি জোন করে দেওয়া হয় প্রশাসনের তরফে ।