পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: এখনই ভাগ হবে না 7 জেলা, নদিয়ায় ঘোষণা মমতার - নদিয়ায় মুখ্যমন্ত্রী

প্রাশাসনিক বৈঠক থেকে মমতা জানান, এখনই 7 জেলা বিভক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না (Division of Seven Districts of West Bengal) ৷) ৷ দু‘টি নতুন জেলা ছাড়া আর কোনও বিভক্তীকরণ হচ্ছে না। আপাতত উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে দুটো নতুন জেলা হবে- বসিরহাট এবং সুন্দরবন।

Mamata Banerjee
ETV Bharat

By

Published : Nov 11, 2022, 7:44 AM IST

নদিয়া, 11 নভেম্বর: এখনই 7 জেলা ভাগ নয়। নদীয়ার প্রশাসনিক সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Division of Seven District will not Happen now) ৷ মমতার জেলা ভাগের তালিকায় রয়েছে আপাতত দুই। বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, পর্যাপ্ত সংখ্যায় সরকারি আধিকারিকদের অভাবের জন্যই সরকারি ঘোষণার পরও তা বলবৎ করা যাচ্ছে না। আপাতত দু‘টি নতুন জেলা ছাড়া আর কোনও বিভক্তীকরণ হচ্ছে না। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে দুটো নতুন জেলা হবে- বসিরহাট আর সুন্দরবন।
প্রসঙ্গত, গত 1 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে সাতটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন, "কান্দি, বহরমপুর, বিষ্ণুপুর, রানাঘাট, সুন্দরবন, ইছামতী ও বসিরহাট এই সাতটি নতুন জেলা নির্মাণ করা হবে। নদিয়ার ক্ষেত্রে রানাঘাট ও কল্যাণী মহকুমা নিয়ে গঠিত হবে রানাঘাট জেলা।"

আরও পড়ুন:ডিসেম্বর নিয়ে মমতার মুখে ফের শঙ্কা !

অপরদিকে, কৃষ্ণনগর ও তেহট্ট মহকুমা নিয়ে গঠিত হওয়ার কথা ছিল নদিয়া জেলা। তবে, রাজ্য প্রশাসনের তরফ থেকে এই ঘোষণা করার পর নদীয়া জেলায় একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হয় । অধিকাংশ এলাকাবাসাীর বক্তব্য ছিল, নদিয়া জেলা শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের স্মৃতি, ইতিহাস। বিশেষ করে চৈতন্যদেবের নাম নদিয়া জেলার সঙ্গে বিশেষভাবে জড়িত। তাই জেলা ভাগ করা হলে সেই ঐতিহ্যের ক্ষতি হবে।

ABOUT THE AUTHOR

...view details