কৃষ্ণনগর, 9 ডিসেম্বর : প্রশাসনিক সভার (Mamata Banerjee Administrative Meeting) মঞ্চ থেকেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee message to mp mahua moitra on tmc inner conflict) ৷ মুখ খুললেন নদীয়ায় তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, তা নিয়েও ৷
এদিন মমতা বলেন, ‘‘মহুয়া এখানে আমি একটা স্পষ্ট মেসেজ দিতে চাই ৷ কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই ৷ আমি সাজিয়ে গুছিয়ে কিছু লোক পাঠিয়ে, ইউটিউবে, অথবা ডিজিটালে অথবা পেপারকে দিয়ে দিলাম ৷ এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয় ৷’’
প্রসঙ্গত, এদিন পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ভাল কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ কৃষ্ণনগরের পৌর-প্রশাসককে সেই নির্দেশ দেওয়ার পর তিনি দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন ৷ তখনই মহুয়া মৈত্রর নাম উল্লেখ করে কড়া বার্তা দেন ৷ যখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, তখন মঞ্চেই বসে কৃষ্ণনগরের সাংসদ ৷
মমতা একই সঙ্গে বলেন, ‘‘একই লোক চিরকাল একই জায়গায় থাকবে, এটা মেনে নেওয়াও ঠিক নয় ৷ ভোটের সময় দল ঠিক করবে, কে প্রার্থী হবে ৷ সুতরাং এখানে কোনওরকম ভিন্নমত প্রকাশ করা উচিত নয় ৷ সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে ৷’’