রানাঘাট, 11 জানুয়ারি : মতুয়ারা আগে থেকেই নাগরিক। তাঁদের আবার নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই। সোমবার নদিয়ার রানাঘাটের সভা থেকে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই মতুয়া ইশুতে আক্রমণ করলেন বিজেপিকেও। তাঁর অভিযোগ, নির্বাচন এলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। ভোট চলে গেলে ভুলে যায়।
নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটারদের আধিক্য রয়েছে। ওই কেন্দ্রে আবার সাংসদ বিজেপির জগন্নাথ সরকার। ফলে এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদ্দেশে বার্তা দেবেন বলে মনে করা হচ্ছিল। এদিনের সভা থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। মতুয়াদের নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন যে উদ্বাস্তুদের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। উদ্বাস্তুদের নিঃশর্তে জমি পাওয়ার ব্যবস্থাও করেছেন বলে দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "মতুয়া সম্প্রদায়ের জন্য বোর্ড করে দিয়েছি। 10 কোটি টাকা দিয়েছি।"
আরও পড়ুন :সীতাকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে এফআইআর
অসমের এনআরসির প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। আর তার সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ টেনে আনেন। ওই আইন কিছুতেই পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তাই জনতার কাছে তাঁর আবেদন যে বিজেপিকে বাংলা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক।