হাঁসখালি, 11 এপ্রিল: নদিয়ার হাঁসখালি থানা এলাকায় জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নাবালিকাকে ধর্ষণ করা হয় ৷ পরে অতিরিক্ত রক্তপাতের ফলে ওই নাবালিকার মৃত্যু ও প্রমাণ লোপাটের জন্য পরিবারকে হুমকি দিয়ে দেহ দাহ করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে (Hanskhali Rape) ৷ অভিযুক্ত যুবক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ৷
আজ রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয় ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গোয়ালীকে। যদিও সোহেল কিছু জানি না বলে দাবি করে ৷ নদিয়ার হাঁসখালির তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে ধর্ষণ করা হয় নাবালিকা। ওই রাতে নাবালিকার পরিবারকে মুখ খুললে প্রাণে মেরে ফেলার এবং বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভয়ে প্রথমে কিছু না জানাতে চাইলেও পরিবারের তরফ থেকে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং তাঁর ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় হাঁসখালি থানায় । তারপরেই ঘটনাটি প্রকাশ্যে আসে ৷