পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বকেয়া চাওয়ায় মহাজনের চড়, মৃত ব্যবসায়ী - মহাজনের চড়ে মৃত ব্যবসায়ী

বকেয়া চেয়ে মহাজনের হাতে মার খেয়ে মৃত চাকদার ব্যবসায়ী ৷ মৃতের নাম সমীর সাধুখাঁ (34)৷

প্রতীকী ছবি

By

Published : Aug 24, 2019, 3:40 PM IST

চাকদা, 24 অগাস্ট : মহাজনের চড়ে মৃত এক ব্যবসায়ী ৷ মৃতের নাম সমীর সাধুখাঁ (34)৷ কলকাতার চিৎপুর থানা এলাকার পাইকপাড়ার ঘটনা ৷

চাকদার মদনপুর কলতলার বাসিন্দা সমীর সাধুখাঁ পেশায় পোশাক ব্যবসায়ী ৷ গতকাল সকালে সমীরবাবু তাঁর বন্ধু দিলীপ মণ্ডলকে সঙ্গে নিয়ে কলকাতার পাইকপাড়ায় মহাজন লাল্টু পোদ্দার কাছে ব্লাউজ় ডেলিভারি করতে আসেন ৷ মহাজন লাল্টু পোদ্দারের কাছ থেকে বেশ কয়েক লাখ টাকা প্রাপ্য ছিল তাঁর ৷ অভিযোগ, ব্লাউজ় দেওয়ার পর মহাজনের কাছে বকেয়া টাকা চান সমীরবাবু ৷ তখনই তাঁর সঙ্গে বচসা বাধে মহাজন লাল্টু পোদ্দারের ৷ বচসা চলাকালীন লাল্টু পোদ্দার সমীর সাধুখাঁকে চড় মারেন । চড় খেয়ে সমীরবাবু অচৈতন্য হয়ে গেলে তাঁকে RG কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

সমীরবাবুর পরিবারের পক্ষ থেকে চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details