পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কীটনাশক খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর - SANTIPUR

বিষ খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পড়ুয়া । ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় জিয়াকুর এলাকায় । পরিবারে মা, বাবা আর দাদা ছাড়া আর কেউ নেই । দাদা মাঠে কাজ করতেন আবার কর্মসূত্রে কখনও কখনও বাইরে যেতেন । তবে এই আত্মহত্যার কারণ নিয়ে কিছুই বুঝতে পারছেনা তার মা ও দাদা । দীর্ঘ লকডাউন এর কারণে স্কুল বন্ধ থাকায় মানসিক অবসাদে এই আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য কিছুই অনুমান করতে পারছে না পরিবার ।

জমির কাটনাশক খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর কারণ অজানা
জমির কাটনাশক খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর কারণ অজানা

By

Published : Jun 13, 2021, 10:20 PM IST

শান্তিপুর, 13 জুন : বিষ খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পড়ুয়ার । ঘটনাটি শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় জিয়াকুর এলাকায় । পরিবার সূত্রে জানা যায় নাম খুকুমণি রাজুয়ার বয়স ১৭ বছর । এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিল খুকুমণি । পরিবারে মা, বাবা আর দাদা ছাড়া আর কেউ নেই । দাদা মাঠে কাজ করতেন আবার কর্মসূত্রে কখনও কখনও বাইরে যেতেন । বাবাও বাইরে কাজে যেতেন । শনিবার বিকেল নাগাদ দাদা হঠাৎই খবর পায়, বোন চাষের জমিতে ব্যবহার করা কিটনাশক খেয়েছে । দাদা তড়িঘড়ি বাড়িতে এসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কয়েক ঘণ্টা বাদেই চিকিৎসকেরা খুকুমণিকে মৃত বলে ঘোষণা করেন । মৃত্যুর খবর পেয়ে হতবাক হয়ে পড়ে গোটা পরিবার ।

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, এদিন ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় মাধ্যমিক পরীক্ষার্থী খুকুমণি রাজুয়ারের মৃতদেহ ।

জমির কাটনাশক খেয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

আরও পড়ুন...Delhi Unlock: তিন মাসে সংক্রমণ সর্বনিম্ন, বিধিনিষেধ আরও শিথিল দিল্লিতে

তবে এই আত্মহত্যার কারণ নিয়ে কিছুই বুঝতে পারছে না তার মা ও দাদা । দীর্ঘ লকডাউন এর কারণে স্কুল বন্ধ থাকায় মানসিক অবসাদে এই আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য কিছুই অনুমান করতে পারছে না পরিবার ।

ABOUT THE AUTHOR

...view details