কৃষ্ণনগর, 26 জানুয়ারি: বাংলা আবাস যোজনার (Bangla Abash Jojona House problem) ঘর নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ ৷ এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর । এমনই অভিযোগ জানিয়েছেন উপভোক্তা ৷
নদিয়ার কৃষ্ণনগর (Krishnagar government house) পৌরসভার গোখেল রোডের 11 নম্বর ওয়ার্ডের অঞ্জনা পাড়া এলাকার ঘটনা (Nadia news)৷ দেড় কাঠারও কম জায়গায় সরকারি বাংলা আবাস যোজনার হাউসিং-এ নিম্ন মানের সামগ্রী দিয়ে ঘর তৈরি করার অভিযোগ উঠেছে । এর বিরুদ্ধে প্রতিবাদ করায় মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি এবং অশ্রাব্য গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠল কন্ট্রাক্টর তথা 11 নম্বর ওয়ার্ডের কোর্ডিনেটর সঞ্জয় বোসের বিরুদ্ধে ।
অভিযোগ, নিম্ন মানের সামগ্রী (low quality materials used in bangla abash jojona house) দিয়ে ঘর তৈরি করা হচ্ছিল ৷ সেই সময় বাধা দিলেও তাতে আমল না দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয় । নিয়মিত জল দেওয়া হলে কোনও অসুবিধে হবে না বলে আশ্বাস দিয়েছিলেন কন্ট্রাক্টর ৷ কিন্তু উপভোক্তার দাবি, দীর্ঘ তিন মাস ধরে নতুন বাড়িতে জল দিয়ে গিয়েছেন, অথচ হাত দিলেই বাড়ির বালি সিমেন্ট খসে পড়ছে । বিষয়টি জানাতে গেলে, মেরে হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি দেন সঞ্জয় বোস । শুধু তাই নয়, তিনি সমস্ত কাজ বন্ধ করে দেন বলেও অভিযোগ ।