নয়াদিল্লি, 9 নভেম্বর: লোকসভার এথিক্স কমিটির বৈঠকে 'ক্যাশ ফর কোয়েরি' কাণ্ডে খসড়া রিপোর্ট নিয়ে আজ বৈঠক ৷ বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠকে এই রিপোর্ট গৃহীত হবে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, এই রিপোর্টে তৃণমূলের লোকসভা সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কড়া অবস্থান নিতে পারে এথিক্স কমিটি ৷ এদিকে তার আগের রাতে কৃষ্ণনগরে জমিয়ে ফুটবল খেললেন লোকসভা সাংসদ ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, "কোনও ভয় নেই ৷ জমিয়ে ফুটবল খেলছি ৷ এটাই সবচেয়ে ভালো পারি ৷"
'ক্যাশ ফর কোয়েরি' কাণ্ডে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ করেন ৷ তাঁর অভিযোগ, মহুয়া লোকসভায় ব্য়বসায়ী দর্শন হিরানন্দানির হয়ে আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন করেছেন ৷ এর পরিবর্তে তিনি ওই ব্যবসায়ীর কাছ থেকে নগদ থেকে শুরু করে একাধিক উপহার নিয়েছেন ৷
গত 2 নভেম্বর এই বিষয়ে এথিক্স কমিটির বৈঠক হয় ৷ মাঝপথেই ওয়াকআউট করে বেরিয়ে আসেন কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র ৷ তিনি এথিক্স কমিটির প্রধান বিনোদ কুমার সোনকারের বিরুদ্ধে কুৎসিত প্রশ্ন করার অভিযোগ তোলেন ৷ এদিন তাঁর সঙ্গে বিরোধী দলের সাংসদরাও ছিলেন ৷ এদিকে এথিক্স কমিটিও মহুয়ার বিরুদ্ধে ভব্যতার সব সীমা লঙ্ঘন করার অভিযোগ তুলেছিল ৷ এ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷