চাপড়া , 20 এপ্রিল : চাষ করতে বাধা । এমনকী শরীর অসুস্থ হলেও ওষুধ আনতে যেতে দিচ্ছেন না সীমান্তরক্ষীরা । তার উপর ঘরে নেই খাবার । লকডাউনে বিপর্যস্ত নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের চাপড়া, হুদুখোলা, হাটখোলা এলাকার পরিবারগুলি ।
লকডাউনে সমস্যায় চাপড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা - chapra market
লকডাউনের ফলে বিপর্যস্ত নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডের পরিবার গুলো ।
![লকডাউনে সমস্যায় চাপড়া সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ছবি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6861739-560-6861739-1587351040676.jpg)
বাজার-হাটে যাওয়া একেবারেই নিষিদ্ধ করে দিয়েছেন সীমান্তরক্ষীরা । নেই কোনও সরকারি সাহায্য । শুধুমাত্র রেশন থেকে মিলেছে 2 কিলো চাল । একে কাঁটাতারের গেট, তার উপর এখন রাস্তাও কাঁটাতার ও বাঁশ দিয়ে ঘিরে রেখেছেন সীমান্তরক্ষীরা । ফলে, কাঁচা সবজি থেকে শুরু করে মাছ, এমনকী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনতে যেতে পারছেন না নদিয়ার চাপড়া, হাটখোলা এলাকার সীমান্তের লোকজন । সবজি না পেয়ে সিদ্ধভাত কিংবা বাড়ি বাড়ি হওয়া শাকপাতা দিয়ে তরকারি করে কোনও রকমে জীবন চলছে তাঁদের ।
আগে সীমান্তে যেসব সবজিওয়ালা আসতেন এখন তাঁদেরও গ্রামে সবজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে । এই দুর্ভোগ থেকে কবে পরিত্রাণ পাওয়া যাবে তা এখনও জানেন না এইসব এলাকার মানুষেরা ।