শান্তিপুর, 31মে : রোগীর মৃত্যুতে চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলশান্তিপুর স্টেট জেনেরাল হাসপাতালে । হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখান স্থানীয়রা ।শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
শান্তিপুর পৌরসভার14নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়ারবাসিন্দা ছিলেন প্রেম রায় (57)। গতরাতে আটটা নাগাদ সামান্য শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভরতি হন ।30মিনিটের বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্নছিল । মৃতের পরিবারের অভিযোগ,চিকিৎসকরা পরিবারের সদস্যদের অক্সিজেনের ব্যবস্থা করার কথা জানাননি।
অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও জানাননি চিকিৎসকরা । অভিযোগ,আজ সকাল থেকে একবার রোগীকে দেখতেগিয়েছিলেন চিকিৎসকরা । পরিবারের সদস্যদের চাপে আজ দুটো নাগাদ রোগীকে আরও একবারদেখতে যান চিকিৎসকরা । তখন জানান,প্রেমবাবুর মৃত্যু হয়েছে ।