তেহট্ট, 22 মার্চ : রবিবার তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন পাথরঘাটার বাসিন্দা এক গর্ভবতী মহিলা ৷ প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি । অভিযোগ, যন্ত্রণায় ছটফট করলেও তা গুরুত্ব দেননি কর্মরত চিকিৎসক ও নার্সরা । ডেলিভারির পর সদ্যোজাত সন্তান জীবিত থাকলেও মৃত্যু হয়েছে প্রসূতির (Locals Blocked Roads for Tehatta Sub-Divisional Hospital Pregnant Death Case) । সেই ঘটনার প্রতিবাদেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷
আরও অভিযোগ, প্রসব যন্ত্রণা উঠলে গর্ভবতী মহিলার পরিবারের পক্ষ থেকে বারবার রোগীর সিজারের কথা বললেও কর্ণপাত করেনি হাসপাতালের কর্মরত চিকিৎসক ও নার্সরা । অবশেষে সাধারণ ডেলিভারি হয় কিন্তু প্রচণ্ড রক্তক্ষরণের পর এদিন প্রসূতি মারা যান ।
আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : মুখ্য়মন্ত্রীর নির্দেশে অগ্নিগর্ভ বগটুই গ্রামে যাচ্ছেন ফিরহাদ
এই ঘটনার জন্য় প্রসূতির আত্মীয়রা হাসপাতাল আসবাবপত্র, চেয়ার, টেবিল ওলট-পালট করে দেন ৷ মালিয়াপোতায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন ৷ এরপর কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে তেহট্ট অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী (Tehatta Sub-Divisional Hospital Protest) ৷