পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NH 34 Block in Santipur : ধুলোবালিতে নাজেহাল, প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ - Locals Block NH 34 for Dust Problem in Santipur

বেহাল 34 নম্বর জাতীয় সড়কের ধুলোবালিতে নাজেহাল জনজীবন (Locals Block NH 34 for Dust Problem in Santipur) ৷ তারই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের ৷ শান্তিপুরের ঘোড়ালিয়ার ঘটনায় পুলিশি হস্তক্ষেপে উঠল অবরোধ ৷

Nadia News
ধুলোয় নাজেহাল হয়ে নদিয়া স্থানীয়দের জাতীয় সড়ক অবরোধ

By

Published : Mar 13, 2022, 11:09 AM IST

শান্তিপুর, 13 মার্চ : শান্তিপুরে ঘোড়ালিয়ায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা (Locals Block NH 34 for Dust Problem in Santipur) ৷ অভিযোগ, বেহাল জাতীয় সড়কের ধুলোবালিতে নাজেহাল জাতীয় সড়কের আশেপাশের বাসিন্দা ৷ ধুলোর কারণে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা ৷ এমনকি বয়স্কদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে ৷ দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা না হওয়ায়, শনিবার রাতে জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয়রা ৷

বেহাল 34 নম্বর জাতীয় সড়কের ধুলোবালিতে নাজেহাল সাধারণ মানুষ ৷ তারই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাল শান্তিপুরের ঘোড়ালিয়ার বাসিন্দারা ৷ অভিযোগ দীর্ঘদিন ধরে 34 নম্বর জাতীয় সড়ক খানাখন্দে ভর্তি ৷ আর রাস্তার ধুলো উড়ে গিয়ে পড়ছে জনবসতিতে ৷ সেই ধুলোর কারণে অতিষ্ট জনজীবন ৷ বাচ্চা থেকে বুড়ো প্রায় সবাই ধুলোর কারণে অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ ৷ রাস্তা সারাইয়ের জন্য জিনিসপত্র এনে জমা করাও রয়েছে ৷ কিন্তু, সেই কাজ শেষ হচ্ছে না বলে অভিযোগ ৷ ফলে আরও বেশি করে দূষণ ছড়াচ্ছে বাতাসে ৷

ধুলোয় নাজেহাল হয়ে নদিয়ায় স্থানীয়দের জাতীয় সড়ক অবরোধ

আরও পড়ুন : The Inability Of Drinking Water: পানীয় জলের দাবিতে পথ অবরোধ

সেই সবেরই প্রতিবাদে শনিবার রাতে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে, যার জেরে 34 নম্বর জাতীয় সড়কে ছোট বড় সব গাড়ি আটকে পড়ে ৷ তৈরি হয় ব্যাপক যানজট ৷ শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে সেখান পৌঁছায় ৷ পুলিশের সঙ্গেও কথা কাটাকাটি হয় বিক্ষোভকারীদের ৷ প্রশাসনের হস্তক্ষেপেই বিক্ষোভ তুলে নেওয়া হয় ৷ কিন্তু, দ্রুত সমস্যার সমাধান না করলে, আবারও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়রা ৷ অবরোধের জেরে 34 নম্বর জাতীয় সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details