শান্তিপুর, 8 মে :তদন্তের নামে একাধিক মানুষের হেনস্থার প্রতিবাদে সিবিআইয়ের বিরুদ্ধে থানায় গেলেন গ্রামের মহিলারা (Local women protest in front of Santipur Police Station against alleged CBI harassment)। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের প্রমোদপল্লি এলাকায় ।
স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকারের বিরুদ্ধে খুন এবং হুমকির একাধিক অভিযোগ জমা পড়ে শান্তিপুর থানায় । এরপর প্রায় 10 মাস আগে রানাঘাট ব্লকের রামনগর পঞ্চায়েতের দোয়ারপাড় এলাকায় প্রদীপের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয় ৷ মৃত প্রদীপ সরকারের স্ত্রী গ্রামেরই 6 জনের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
আরও পড়ুন :Nadia Body Recovered: কচুরিপানার মধ্য়ে আটকে মহিলার অর্ধনগ্ন দেহ, নদিয়ায় চাঞ্চল্য়
এরপর দেহ উদ্ধারের সেই ঘটনা ভোট-পরবর্তী হিংসায় অন্তর্ভুক্ত হলে তার তদন্তভার তুলে নেয় সিবিআই । সেই থেকে এলাকার ছেলেরা ঘর ছাড়া বলে অভিযোগ । সম্প্রতি সিবিআইয়ের একটি তদন্তকারী দল এসে ওই গ্রামে প্রায় সকলের বাড়িতে তল্লাশির নামে তছনছ চালায় বলে অভিযোগ গ্রামবাসীদের । তাঁদের দাবি, অতীতে প্রদীপ সরকার নামে ওই মস্তানের নামের লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও কোনওদিন পুলিশ-প্রশাসন পাশে এসে দাঁড়ায়নি ৷ অথচ আজ তাঁর মৃত্যুর কারণ খুঁজতে নিরীহ মানুষগুলোর প্রতি অত্যাচার চালাচ্ছে । অকারণে ধরে নিয়ে চলছে মারধর ৷
তদন্তের নামে সিবিআইয়ের হেনস্থার অভিযোগে থানায় মহিলারা পেশায় শাড়ি ব্যবসায়ী 25 বছর বয়সী প্রসেনজিৎ দাসকে শনিবার সকালে সিবিআই ধরে নিয়ে গিয়ে প্রচুর মারধর করে ৷ অথচ তাঁর মা কে বলা হয় শুধুমাত্র কয়েকঘণ্টার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ৷ কিন্তু এরপর তাঁকে এত মারধর করা হয় যে হাসপাতালে ভর্তি হতে হয় বলে অভিযোগ ৷ এরই প্রতিবাদে গ্রামের মহিলারা একজোট হয়ে শান্তিপুর থানার সামনে জড়ো হন ৷
আরও পড়ুন :Nadia Murder : নদিয়ায় একই পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন