পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ শান্তিপুর হাসপাতালে - শান্তিপুর

রাজ্যজুড়ে ভ্যাকসিনের আকাল অব্যাহত । ভ্যাকসিন নিতে বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে লম্বা লাইন । কোথাও মিলছে ভ্যাকসিন তো কোথাও মিলছে না । নিত্যদিন লেগে রয়েছে ভ্যাকসিনেশনের লাইনে গোলমাল । সেই সঙ্গে করোনা বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব না মেনে উপচে পড়ছে ভিড় । তার জেরে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে । লাইন দিয়ে ভ্যাকসিন না পাওয়ায় এদিন বেশ কয়েকজন সাধারণ মানুষ বিক্ষোভ দেখান নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ।

ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ শান্তিপুর হাসপাতালে
ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ শান্তিপুর হাসপাতালে

By

Published : Jun 28, 2021, 5:11 PM IST

শান্তিপুর, ২৮ জুন: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে । করোনা সংক্রমণ রুখতে ভ্যাকসিন শুরু হয়েছে । ভ্যাকসিন নিতে আগ্রহী মানুষজন ভিড় করছেন হাসপাতাল সহ টিকাকরণ সেন্টারগুলিতে । কোথাও ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, আবার কোথাও প্রতিদিন একটি নিদিষ্ট পরিমাণ করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে । তাতেই সমস্যা পড়েছেন সাধারণ মানুষ ।

সারা রাত লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন মিলল না । তাই বাধ্য হয়ে এদিন হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ক্ষিপ্ত জনতা । ঘটনাটি নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। অভিযোগ, বেশ কিছুদিন ধরে রাত জেগে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না নিয়েই বাড়ি ফিরে যেতে হচ্ছে বহু মনুষকে । রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ৷

সেই কারণেই এদিন আধার কার্ড হাতে নিয়ে হাসপাতাল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । তাঁদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ কোনও নিয়ম না মেনে ভ্যাকসিন প্রদান করছেন । ফলে হয়রানির শিকার হতে হচ্ছেন তাঁদের । তারা চাইছেন, অবিলম্বে একটি নিয়মের মধ্যে ভ্যাকসিন প্রদান করুক হাসপাতাল কর্তৃপক্ষ ।

আরও পড়ুন...জাল ভ্যাকসিন-কাণ্ডে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ দিলীপের

রুমা সান্যাল নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, ’’নিত্যদিনের এই ভোগান্তি আর কতদিন সহ্য করতে হবে ৷ অবিলম্বে আমদের ভ্যাকসিন দিতে হবে ।’’ মিহির অধিকারী নামে আরেক ভ্যাকসিন গ্রাহক বলেন, ‘‘ভোররাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, ফোনে মেসেজ এসেছে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য । কর্তৃপক্ষের ঠিক করা উচিত কতজনকে দেওয়া হবে ।’’

গৌতম চক্রবর্তী নামে অন্য এক ভ্যাকসিন গ্রাহক বলেন, ‘‘হাসপাতাল কর্তৃপক্ষের আত্মীয়দের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৷ তাহলে আমাদের হবে না কেন ৷’’

আরও পড়ুন...Fake Vaccination : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অধীরের

যদিও হাসপাতাল সুপার তারক বর্মন বলেন, ‘‘আমরা বারবার মাইকে প্রচার করছি কেউ যাতে অযথা রাত জেগে লাইনে না দাঁড়ান । ভ্যাকসিন পর্যাপ্ত নেই, তাও আমরা চেষ্টা করছি । যেভাবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের মেসেজ আসবে আমরা সেই ভাবেই সরকারি নিয়ম মেনে ভ্যাকসিন প্রদান করছি ।’’

উল্লেখ্য এর আগেও এই একই অভিযোগে একাধিকবার বিক্ষোভ হয়েছে শান্তিপুর হাসপাতালে ।

ABOUT THE AUTHOR

...view details