শান্তিপুর, ২৮ জুন: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে । করোনা সংক্রমণ রুখতে ভ্যাকসিন শুরু হয়েছে । ভ্যাকসিন নিতে আগ্রহী মানুষজন ভিড় করছেন হাসপাতাল সহ টিকাকরণ সেন্টারগুলিতে । কোথাও ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, আবার কোথাও প্রতিদিন একটি নিদিষ্ট পরিমাণ করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে । তাতেই সমস্যা পড়েছেন সাধারণ মানুষ ।
সারা রাত লাইনে দাঁড়িয়ে থেকেও ভ্যাকসিন মিলল না । তাই বাধ্য হয়ে এদিন হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন ক্ষিপ্ত জনতা । ঘটনাটি নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। অভিযোগ, বেশ কিছুদিন ধরে রাত জেগে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না নিয়েই বাড়ি ফিরে যেতে হচ্ছে বহু মনুষকে । রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ৷
সেই কারণেই এদিন আধার কার্ড হাতে নিয়ে হাসপাতাল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা । তাঁদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ কোনও নিয়ম না মেনে ভ্যাকসিন প্রদান করছেন । ফলে হয়রানির শিকার হতে হচ্ছেন তাঁদের । তারা চাইছেন, অবিলম্বে একটি নিয়মের মধ্যে ভ্যাকসিন প্রদান করুক হাসপাতাল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন...জাল ভ্যাকসিন-কাণ্ডে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ দিলীপের