পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবদ্বীপে অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, অবরোধ - দির্ঘটনা

বেপরোয়া এক অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ৷ প্রায় এক ঘণ্টা অবরোধ নবদ্বীপ থানার তিওরখালিতে৷

দুর্ঘটনা

By

Published : Sep 9, 2019, 10:13 PM IST

কৃষ্ণনগর , 9 সেপ্টেম্বর : বেপরোয়া অটোর ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় অবরোধ নবদ্বীপ থানার তিওরখালিতে ৷ রাস্তার উপর বাঁশ ও গাছের গুড়ি ফেলে অবরোধ করা হয়৷ ভাঙচুর চালানো হয় অটোটিতেও৷ যার জেরে প্রায় এক ঘণ্টা কৃষ্ণনগর রোড এবং নবদ্বীপ ঘাটে যান চলাচল ব্যাহত হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রের খবর , মৃত ব্যক্তির নাম ইছব শেখ ওরফে দয়াল (৫০) ৷ তিনি মায়াপুর বামনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা ৷ আজ সকালে ওই ব্যক্তি সাইকেলে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় নবদ্বীপঘাট থেকে কৃষ্ণনগরগামী একটি অটো দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারে । রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় । চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

আরও পড়ুন : লরির ধাক্কায় নয়ানজুলিতে বাস উলটে জখম 25

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ওই এলাকায় দ্রুত গতিতে অটো চলাচল করে ৷ ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে । নবদ্বীপ থানার পুলিশ বিষয়টি দেখার আশ্বাস দিলে বেলা প্রায় বারোটা কুড়ি নাগাদ অবরোধ উঠে যায় । এই ঘটনায় অটোচালককে গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ । স্থানীয় বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details