পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Office Money fraudulent : কৃষ্ণনগর পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা, বিপন্ন বৃদ্ধা - Krishnanagar Post Office news

অনেক কষ্টে কিষাণ বিকাশ পত্র থেকে পাওয়া টাকা জমিয়ে রেখেছিলেন অ্যাকাউন্টে ৷ কিন্তু টাকা তুলতে গিয়ে বৃদ্ধার চক্ষু চড়কগাছ হয়ে গেল (Post Office Money fraudulent) ৷

Krishnanagar widow lost her money in Nadia Post Office
পোস্ট অফিস থেকে টাকা উধাও বৃদ্ধার

By

Published : Mar 10, 2022, 11:21 AM IST

কৃষ্ণনগর, 10 মার্চ : দফায় দফায় পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা ৷ টাকা তুলতে এসে বৃদ্ধা দেখেন পোস্ট অফিসে তাঁর অ্যাকাউন্টে একশো টাকার মতো পড়ে রয়েছে ৷ পোস্ট অফিসের কর্মীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা । ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে কোতোয়ালি থানা এলাকায় (Krishnanagar elderly widow losses money from Post Office in Nadia) ।

নদিয়ার কৃষ্ণনগর থানার শচীন রোড এলাকার বাসিন্দা আরতীরানি মণ্ডল । ন'মাস আগে তাঁর স্বামী মারা যান । ছেলেমেয়ে থাকলেও, তাঁরা বৃদ্ধার দেখাশোনা করেন না ৷ বৃদ্ধা একাই থাকেন । স্বামীর রোজগার অনেক কষ্টে কিষাণ বিকাশ পত্রে জমিয়ে রেখে 8 লক্ষ 85 হাজার টাকা পেয়েছিলেন ৷ যাতে এই টাকা দিয়ে তাঁর বাকি জীবনের প্রয়োজন মেটাতে পারেন ৷

আরও পড়ুন : CID arrests Bolpur fraudulent : বোলপুরে মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার 11

আরতিরানি মণ্ডলের দাবি, গতকাল কৃষ্ণনগর পোস্ট অফিসে টাকা তুলতে গেলে পোস্ট অফিসের কর্মীরা তাঁকে জানান, তাঁর অ্যাকাউন্টে মাত্র 106 টাকা পড়ে আছে । তাঁর দাবি, অ্যাকাউন্টে 8 লক্ষ 85 হাজার 106 টাকা ছিল । অর্থাৎ 8 লক্ষ 85 হাজার টাকা উধাও ।

এরপর পাশবই আপডেট করে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় কখনও 50 হাজার, কখনও বা 40 হাজার টাকা তুলে নেওয়া হয়েছে ৷ তা করা হয়েছে বৃদ্ধার অজান্তে, অনুমতি ছাড়াই । বৃদ্ধা পোস্ট মাস্টারকে উধাও হওয়া টাকার বিষয়ে প্রশ্ন করলে, তিনি কোনও সদুত্তর দিতে পারেননি ৷ এই ঘটনার পর এক আইনজীবীর সাহায্যে তিনি কৃষ্ণনগরে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । বৃদ্ধার অভিযোগ, এই ঘটনার সঙ্গে পোস্ট অফিসের কর্মীরাই যুক্ত । তা না হলে, তাঁর অনুমতি ছাড়া এই টাকা তোলা অসম্ভব । তিনি চাইছেন, প্রশাসন অবিলম্বে তদন্ত করে তাঁর টাকা ফেরতের ব্যবস্থা করুক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিক । অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details