পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচন ২৯ এপ্রিল

চতুর্থ দফায় (২৯ এপ্রিল) কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক লোকসভা কেন্দ্রে ভোট হবে। ওইদিনই কৃষ্ণগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে। জানালেন নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তা।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 12, 2019, 2:35 PM IST

কৃষ্ণগঞ্জ (নদিয়া), ১২ মার্চ : সাত দফায় হবে লোকসভা নির্বাচন। চতুর্থ দফায় (২৯ এপ্রিল) কৃষ্ণনগর, রানাঘাট সহ একাধিক লোকসভা কেন্দ্রে ভোট হবে। ওইদিনই কৃষ্ণগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে। আজ একথা জানালেন নদিয়ার জেলাশাসক সুমিত গুপ্তা।

৯ ফেব্রুয়ারি কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাসকে গুলি করে খুন করা হয়। এলাকায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। কৃষ্ণগঞ্জের ওই আসনে ২৯ এপ্রিল উপনির্বাচন হবে।

নদিয়ার জেলাশাসক বলেন, "লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা উপনির্বাচন হবে। ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। লোকসভা ও বিধানসভার জন্য কৃষ্ণগঞ্জে প্রতিটি বুথেই থাকবে দুটি করে EVM। লোকসভার জন্য থাকবে সাদা রঙের স্লিপ। ভোটাররা প্রথমে লোকসভার ভোট দেবেন। গোলাপী রঙের স্লিপ থাকবে বিধানসভার জন্য।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details