নদিয়া, 14 জানুয়ারি : শ্রমিক মেলার নাম করে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের অসংগঠিত শ্রমিকদের টাকা লুট করছে । অত্যাচারের শিকার হচ্ছেন শ্রমিকরা, মূলত এই দাবি তুলে রাজ্য সরকার পরিচালিত শ্রমিক মেলা শুরু হওয়ার আগে, মেলার গেটের সামনে বিক্ষোভ দেখালো বাম শ্রমিক সংগঠনগুলি। উপস্থিত ছিলেন রাজ্যের সি আই টি ইউর সহ সভাপতি এস এম শাদি।
উল্লেখ্য প্রতি বছরের মতোই প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণনগরে একটি শ্রমিক মেলার আয়োজন করা হয়। শ্রমিক মেলাটি আজ উদ্বোধন হয়েছে। আর তার আগে শ্রমিক মেলার গেটের সামনে বিক্ষোভে বসল নদিয়া জেলার বাম শ্রমিক সংগঠনগুলি । তাদের দাবি, রাজ্যের তৃণমূল সরকার শ্রমিক মেলার নাম করে, লক্ষ লক্ষ অসংগঠিত শ্রমিকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অসংগঠিত শ্রমিকের সামাজিক সুরক্ষা যেগুলো আছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি শ্রমিকদের পয়সা লুট করা হচ্ছে। রাজ্যের নির্মাণ শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে 1420 কোটি টাকা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার লুট করেছে। পেনশন থেকে শুরু করে, যে সমস্ত আর্থিক সুবিধা ছিল, সেগুলি সব বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বিভিন্ন শ্রম দপ্তরেও তালা পড়ে গেছে। এর পাশাপাশি সিটুর তরফে আরও অভিযোগ করা হয়, ভোটের আগে লোক দেখানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা এখানে এসে শ্রমিকের অর্থ নয় ছয় করছে।