পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু কল্যাণ চৌবের - loksabha campaign

আজ সকাল সকাল নির্বাচনী প্রচারে বোরোলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী কল্যাণ চৌবে।

kalyan choubey

By

Published : Mar 24, 2019, 12:55 PM IST

কৃষ্ণনগর, 24 মার্চ : আজ সকালে নির্বাচনী প্রচার সারলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী কল্যাণ চৌবে। প্রার্থী ঘোষণার পর আজই ছিল তাঁর প্রথম প্রচার। কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি।

কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর উদ্দেশে তিনি বলেন, "মহিলা হিসেবে আমি তাঁকে সম্মান করি।" মানুষের সমর্থনের প্রশ্নে কল্যাণ চৌবে বলেন, "ভিড় দেখেই বুঝতে পারছেন মানুষের কেমন সমর্থন। গত তিন বছর ধরে আমাদের কোনও প্রতিনিধি ছিল না। আপনাদের সমস্যা জানানোর জন্য যে তিন বছর একটা বিশাল অনুপস্থিতি রয়েছে, সাংসদ হিসেবে সেটাই পূরণ করা দরকার। "

দেখুন ভিডিয়ো

কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ তাপস পালের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, "নারীবিদ্বেষী বক্তব্য সারা পৃথিবী শুনেছে। আমি শুধু এটুকুই প্রার্থনা করব যে, আমরা যেন তাদের সম্মান করতে শিখি এবং আমাদের পরবর্তী প্রজন্মকে সম্মান করতে শেখাই।"

জেতার ব্যাপারে কতটা আশাবাদী ? সেই প্রশ্নে কল্যাণ চৌবে বলেন, "আমি আশাবাদী। এখানে এসেছি কৃষ্ণনগরে মানুষের সঙ্গে মিশে যাওয়ার জন্য। জয়-পরাজয় ঈশ্বরের ইচ্ছা। জয় -পরাজয় মানুষ নির্ণয় করতে পারে না। সেটা সময় এবং নিয়তি বলবে। কিন্তু, কৃষ্ণনগরের বাসিন্দা যেন এইটুকু মনে না করে, তাদের এখানে BJP-র যে প্রার্থী আছে, তাঁদের কাছে পৌঁছায়নি বা তাঁদের সমস্যা শোনার চেষ্টা করেনি।

ABOUT THE AUTHOR

...view details