কল্যাণী, 6 জানুয়ারি: "ইডি গতকাল যাকে ধরতে গেছিল, তারই রাত বারোটার মধ্যে হাজিরা দেওয়া উচিত", সাংবাদিকদের এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেখানে তদন্তকারী আধিকারকদের উপর হামলা হয় ৷ আর সেই ঘটনার প্রেক্ষিতেই এই মন্তব্য করলেন বিচারপতি ৷
এদিনই সন্ধ্যায় কল্যাণীতে একটি বঙ্গ সংস্কৃতি মেলা এবং কল্যাণী মেলার উদ্বোধন করেন বিচারপতি ৷ সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "আমাদের ভয়ানক ভয়ানক দুর্নীতির সম্মুখীন হতে হয় ৷ দুর্নীতি ঢাকার প্রচেষ্টায় যাঁরা তদন্ত করতে যাচ্ছেন, তাঁদের পর্যন্ত প্রহার করা হয় ৷ তাঁদের হাসপাতালে ভর্তি থাকতে হয় ৷ আজ সকালে যেমনটা হয়েছে ৷"
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "মানুষের পয়সা খরচ করে বিভিন্ন মামলা-মকোদ্দমা করা হচ্ছিল ৷ কোনও দুর্নীতির তদন্তের আদেশ দিলেই সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল ৷ তবে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সবার আছে ৷ কিন্তু কী করার জন্য যাওয়া হচ্ছে ? আমি তো জানতে চাইব, এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মোট কত কোটি টাকা খরচ করল পশ্চিমবঙ্গ সরকার ?"