পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

JU Student Death: 'ছেলেকে ডেড বডি বলতে হচ্ছে,' আর্তনাদ স্বপ্নদীপের বাবার - স্বপ্নদীপ কুণ্ডু

স্বপ্নদীপের তদন্তের কথা বলতে বলতে আর্তনাদ বাবা রামপ্রসাদ কুণ্ডুর । তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের উপর তাঁর আস্থা রয়েছে ৷

JU Student Death
স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু

By

Published : Aug 12, 2023, 7:33 PM IST

Updated : Aug 12, 2023, 11:07 PM IST

হাউমাউ করে কেঁদে ফেললেন স্বপ্নদীপের বাবা

হাঁসখালি(নদিয়া), 12 অগস্ট:"আমার ছেলেকে এখন বলতে হচ্ছে ডেড বডি ৷ এই যন্ত্রনা আমি কী করে সহ্য করব..." বলতে বলতে গলা ধরে এল ৷ আর কথা বলতে পারলেন না তিনি ৷ সংবাদমাধ্যমের সামনে আর্তনাদ স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডুর ৷

চারদিন আগেও বেঁচে ছিল ছেলে । আজ সেই স্বপ্নদীপকে মৃতদেহ বলে সম্বোধন করতে হচ্ছে তাঁকে ৷ সেই কষ্ট শনিবার আর মনে চেপে রাখতে পারলেন না সদ্য ছেলেকে হারানো এই অসহায় বাবা ৷ তাই ছেলের কথা বলতে বলতেই ভেঙে পড়লেন রামপ্রসাদ ৷ ছেলের মৃত্যুর তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে এরপর নিজেকে একটু সামলে গামছার কোণে চোখ মুছে আবার বলতে শুরু করলেন স্বপ্নদীপের বাবা ৷ তিনি বলেন, "ওই সৌরভকে বিশ্বাস করে ওঁর হাতে ছেলেটাকে তুলে দিয়েছিলাম ৷ সেরকম পুলিশকে বিশ্বাস করছি ৷ সৌরভ আমার বিশ্বাসটা ভেঙে খান খান করে দিল ৷ পুলিশ যেন বিশ্বাস না ভাঙে ৷ পুলিশের তদন্তের উপর আপাতত আস্থা রেখেছি ৷"

পাশাপাশি মুখ্যমন্ত্রীর উপর আস্থা রয়েছে বলে তিনি জানান ৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনার ছেলেকে তো ফিরিয়ে দিতে পারব না ৷ কিন্তু যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন ৷ এই দায়িত্ব নিচ্ছি । তিনি বলেন, "দিদির কথায় আমি আশ্বস্ত হয়েছি ৷ দেখি কী ব্যবস্থা নেওয়া হয় ৷ সৌরভকে তো গ্রেফতার করা হয়েছে ৷ কিন্তু ওই হস্টেলে বাকিরা যারা এখনও রয়েছে তাদের গ্রেফতার করলেও অনেক কিছু জানা যাবে ৷"

দিন দুয়েক আগে অস্বাভাবিক মৃত্যু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর । তাঁর বাড়ি নদিয়ার হাঁসখালি থানার বগুলা কলেজপাড়া এলাকায় । এলাকার মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন স্বপ্নদীপ । তাঁর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় । যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর ঘটনার ব়্যাগিংয়ের অভিযোগ তুলেছে পরিবার ৷ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত নেমে সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন: স্বপ্নদীপের রহস্য-মৃত্যু, 10 দিনের পুলিশ হেফাজত ধৃত সৌরভ চৌধুরীর

স্বপ্নদীপের পরিবারের অভিযোগ, অভিযুক্ত সৌরভের নেতৃত্বে শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয় স্বপ্নদীপের উপর । আর সেই অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুর পথ বেছে নেন ছেলে । রামপ্রসাদ জানান, লালবাজার থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে । তাঁরা বাড়ি থেকে স্বপ্নদীপের কিছু হাতের লেখা এবং তাঁর জিনিসপত্র সংগ্রহ করতে চেয়েছেন । অন্যদিকে স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে । বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শুরু করে একাধিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল করা হয়েছে । সকলের দাবি, অবিলম্বে যাতে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি হোক ।

Last Updated : Aug 12, 2023, 11:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details