হাঁসখালি(নদিয়া), 12 অগস্ট:"আমার ছেলেকে এখন বলতে হচ্ছে ডেড বডি ৷ এই যন্ত্রনা আমি কী করে সহ্য করব..." বলতে বলতে গলা ধরে এল ৷ আর কথা বলতে পারলেন না তিনি ৷ সংবাদমাধ্যমের সামনে আর্তনাদ স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডুর ৷
চারদিন আগেও বেঁচে ছিল ছেলে । আজ সেই স্বপ্নদীপকে মৃতদেহ বলে সম্বোধন করতে হচ্ছে তাঁকে ৷ সেই কষ্ট শনিবার আর মনে চেপে রাখতে পারলেন না সদ্য ছেলেকে হারানো এই অসহায় বাবা ৷ তাই ছেলের কথা বলতে বলতেই ভেঙে পড়লেন রামপ্রসাদ ৷ ছেলের মৃত্যুর তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে এরপর নিজেকে একটু সামলে গামছার কোণে চোখ মুছে আবার বলতে শুরু করলেন স্বপ্নদীপের বাবা ৷ তিনি বলেন, "ওই সৌরভকে বিশ্বাস করে ওঁর হাতে ছেলেটাকে তুলে দিয়েছিলাম ৷ সেরকম পুলিশকে বিশ্বাস করছি ৷ সৌরভ আমার বিশ্বাসটা ভেঙে খান খান করে দিল ৷ পুলিশ যেন বিশ্বাস না ভাঙে ৷ পুলিশের তদন্তের উপর আপাতত আস্থা রেখেছি ৷"
পাশাপাশি মুখ্যমন্ত্রীর উপর আস্থা রয়েছে বলে তিনি জানান ৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনার ছেলেকে তো ফিরিয়ে দিতে পারব না ৷ কিন্তু যারা অভিযুক্ত তাদের চিহ্নিত করে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন ৷ এই দায়িত্ব নিচ্ছি । তিনি বলেন, "দিদির কথায় আমি আশ্বস্ত হয়েছি ৷ দেখি কী ব্যবস্থা নেওয়া হয় ৷ সৌরভকে তো গ্রেফতার করা হয়েছে ৷ কিন্তু ওই হস্টেলে বাকিরা যারা এখনও রয়েছে তাদের গ্রেফতার করলেও অনেক কিছু জানা যাবে ৷"