কল্যাণী, 14 জুন: তিন দিন কেটে গেলেও স্বাভাবিক হল না কল্যাণীর JNM মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা । চতুর্থ দিনেও বন্ধ হাসপাতালের বহির্বিভাগ । আতান্তরে রোগী ও তার পরিজন ।
তিন দিন পরও বন্ধ JNM মেডিকেল কলেজের পরিষেবা - anxiety
তিন দিন পরও বন্ধ JNM মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা । আতান্তরে রোগী ও তার পরিজন ।
JNM হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভিড়
NRS-এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে কর্মবিরতিতে বসেন JNM হাসপাতালের জুনিয়র ডাক্তাররা । নিরাপত্তার দাবিতেই চলছে বিক্ষোভ । কিন্তু ডাক্তারদের কর্মবিরতির জেরে নাজেহাল হচ্ছেন রোগী ও তার পরিজনরা । পরিষেবা পাওয়ার আশায় আজও হাসপাতালে ভিড় জমান রোগী ও তার পরিজনরা । কিন্তু কোনও চিকিৎসকদের দেখা পাওয়া যায়নি । বন্ধ বহির্বিভাগ । খোলা হয়নি টিকিট কাউন্টারও ।
পরপর তিন দিন পরিষেবা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিজনরা ।
Last Updated : Jun 14, 2019, 11:22 AM IST