করিমপুর, 25 নভেম্বর : জয়প্রকাশ মজুমদারকে মারধর করে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । থানারপাড়া থানার ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর 32 ও 33-র ঘটনা । ইতিমধ্যে জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।
ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের 32 ও 33 নম্বর বুথের একটি ঘরের মধ্যে 8-10 জনকে না কি রান্না করতে দেখা যায় । পাশেই দুই নির্দল প্রার্থী ফোনও ব্যবহার করছিলেন বলে খবর । এনিয়ে না কি প্রিজ়াইডিং অফিসারও কিছু জানতেন না । পরে বুথে ঢুকে এই বিষয়েই সরব হন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার । অভিযোগ, তারপরই এই ঘটনা । জয়প্রকাশকে মারধর করে রাস্তার পাশে একটি ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় । অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে ।