পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AIIMS Kalyani Row : দুর্নীতি করে এইমসে চাকরি দিইনি, ক্ষমতায় এলে আরও দেব ; জগন্নাথের মন্তব্য ঘিরে চাঞ্চল্য - AIIMS Kalyani Recruitment Controversy

কল্যাণী এইমসে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ এবং নেতাদের বিরুদ্ধে (AIIMS Kalyani Recruitment Controversy) ৷ দায়ের হয়েছে এফআইআর-ও ৷ তার মধ্যেই সাংসদের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক ৷

AIIMS Kalyani
জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে চাঞ্চল্য

By

Published : Jun 5, 2022, 8:03 PM IST

নদিয়া, 5 মে : "প্রভাব খাটিয়ে এইমসে চাকরি দিয়েছি, তবে কোনও দুর্নীতি করে নয় ।" পাশাপাশি বললেন, "দলের মধ্যেই তৃণমূলের চর রয়েছে ।" এবার বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্যে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে (Jagannath Sarkar comments on AIIMS Kalyani Row) ।

বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠেছিল কল্যাণী এইমস চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার । এবার সিআইডি তরফ থেকে চাকরি দুর্নীতির অভিযোগ তুলে কল্যাণী থানায় এফআইআর দায়ের করা হয় । সে কথা প্রথমে সাংসদ অস্বীকার করলেও পরে স্বীকার করেছেন যে তিনি প্রভাব খাটিয়ে চাকরি দিয়েছেন ৷ কিন্তু তিনি তার বদলে কোনও টাকা নেননি বলে দাবি করেছেন ৷ দুর্নীতির অভিযোগ নাকচ করে স্পষ্ট জানিয়েছেন, সুযোগ পেলে আবারও চাকরি দেবেন ।

কল্যাণী এইমসে চাকরি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজ্যে ক্ষমতায় এলে প্রয়োজন পড়লে আরও বেশি চাকরি দেব । এতে যে যা পারে করে নিক । তবে কোনও দুর্নীতির মধ্য দিয়ে নয়, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েও নয়, স্বচ্ছভাবে দলমত নির্বিশেষে চাকরি দেব আমরা ।"

কল্যাণী এইমসে দুর্নীতি প্রসঙ্গে সাংসদ জানান, ক্ষমতায় এলে এমন আরও চাকরি দেবেন

সাংবাদিক সম্মেলন করে পাশাপাশি সাংসদ অভিযোগ করেছেন, বিজেপির মধ্যে চর রয়েছে ৷ তৃণমূলের লোকজন দলে রয়েছে ৷ তাঁরাই চর হিসাবে কাজ করছেন । বিজেপিতে এখন কোনও অনুশাসন নেই । তাঁদের চিহ্নিতকরণ করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন সাংসদ ৷ তাতে প্রশ্ন তুলছেন দলের একাংশই, তাহলে দলের কেউ যদি তাঁর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তিনি কি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ?

আরও পড়ুন : Kalyani AIIMS : কল্যাণী এইমসে চাকরি-দুর্নীতি ! কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি সাংসদ সহ আটজনের বিরুদ্ধে এফআইআর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details