পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোনও ব্যক্তির নয়, এই লড়াই করিমপুরের মানুষের; বললেন জয়প্রকাশ - Jayprakash Majumder BJP

এই লড়াই কোনও ব্যক্তি বিশেষের নয় । এই লড়াই করিমপুরের মানুষের । বললেন BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদার ।

jayprakash
জয়প্রকাশ

By

Published : Nov 28, 2019, 9:27 AM IST

Updated : Nov 28, 2019, 9:55 AM IST

করিমপুর, 28 নভেম্বর : আজ করিমপুরে চারজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তারমধ্যে রয়েছেন BJP-র জয়প্রকাশ মজুমদার । সকাল থেকেই গণনা কেন্দ্রের সামনে রয়েছেন তিনি । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এই লড়াই করিমপুরের মানুষের ।"

ভোটের দিন জয়প্রকাশ মজুমদারকে বেধড়ক মারধর করা হয় । লাথি মেরে ঝোপে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । থানারপাড়া থানার ঘিয়াঘাটের ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ নম্বর 32 ও 33-র সামনে ঘটনাটি ঘটে । জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর । আজ সেবিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। অনেকে বলছে করিমপুরের আজকের লড়াই মুকুল রায় আর মহুয়া মৈত্রর । এর উত্তরে জয়প্রকাশবাবু বলেন, "এই লড়াই কোনও ব্যক্তির নয় । এই লড়াই মানুষের । এই লড়াই তৃণমূল - BJP-র ।"

দেখুন কী বললেন জয়প্রকাশ

2020 সালের পৌর নির্বাচনকে অনেকেই 2021- এর বিধানসভা নির্বাচনের আগে 'সেমিফাইনাল' বলছেন ৷ সেই সেমিফাইনালের আগে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনকে বলা হচ্ছে 'কোয়ার্টার ফাইনাল' । বোঝা যাবে, আদৌ 'P K টনিক' বা প্রশান্ত কিশোরের দাওয়াই তৃণমূল কংগ্রেসের পক্ষে কাজ করছে কি না বা মোদি হাওয়া এখনও রাজ্যে বইছে কি না । পাশাপাশি বাম-কংগ্রেস জোট কতটা কার্যকর হবে, সেটাও আজকের ফলপ্রকাশের পর যাচাই করা যাবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের ।

আরও পড়ুন : জয়প্রকাশকে ঘুষি, ধাক্কা মেরে ঝোপে ফেলে দিল দুষ্কৃতীরা

আরও পড়ুন :সারা ভারতের কাছে পশ্চিমবঙ্গের মাথা হেঁট হয়ে গেল : জয়প্রকাশ

Last Updated : Nov 28, 2019, 9:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details