নবদ্বীপ, 12 জুলাই : করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পালিত হল নদিয়ার নবদ্বীপ-মায়াপুরের ইসকনের রথযাত্রা । 5 কিলোমিটার নয়, মাত্র আড়াইশো মিটার পথ অতিক্রান্ত করে মাসির বাড়ি পৌঁছলেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম । করোনা পরিস্থিতিতে যাত্রাপথের দৈর্ঘ্য কমলেও নিয়ম-নীতিতে কার্পণ্য করা হল না ৷ আগাগোড়া ধর্মীয় রীতি মেনেই জগন্নাথ দেব পৌঁছলেন মাসির বাড়ি ৷
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রথম থেকেই সতর্ক ছিল ইসকন কর্তৃপক্ষ । রথযাত্রা ঘিরে বিভিন্ন সতর্কবার্তা এবং বিধি-নিষেধ জারি করেছে ইসকন কর্তৃপক্ষ । রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরের ভিতরে সাধারণ ভক্তদের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে তারা । বেলা চারটের পর সাধারণ ভক্তরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না । শুধু তাই নয়, প্রতি বছর বলরাম সুভদ্রা এবং জগন্নাথ রাজাপুর থেকে প্রায় 5 কিলোমিটার অতিক্রান্ত করে মায়াপুর ইসকনে তাঁদের মাসির বাড়িতে পৌঁছতেন । কিন্তু করোনার কারণে এ-বছর ইসকন মন্দিরের গদা ভবন থেকে যাত্রা শুরু করে পঞ্চতত্ত্ব মন্দিরে পৌঁছয় রথ ৷ এ-বছরের মতো যাত্রা এটুকুই ৷