মায়াপুর, 21 জুন : করোনার কারণে কর্তৃপক্ষের নির্দেশে সাধারণ ভক্তদের জন্য বন্ধ ছিল মায়াপুর ইসকন মন্দিরের দরজা । রাজ্যে সংক্রমণ কমায় দীর্ঘদিন পর আজ মন্দির খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য ৷
আজ থেকে ইসকন মন্দির খোলা হলেও একাধিক বিধিনিষেধ জারি থাকছে । জানানো হয়েছে, মন্দিরে একসঙ্গে প্রবেশ করতে পারবেন সর্বোচ্চ 50 জন । এই সঙ্গে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার অবশ্যই ব্যবহার করতে হবে ৷ পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা ।