পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংক্রমণ নিম্নগামী, ভক্তদের জন্য খুলল মায়াপুর ইসকন মন্দিরের দরজা

আজ থেকে ইসকন মন্দির খোলা হলেও একাধিক বিধিনিষেধ জারি থাকছে । জানানো হয়েছে, মন্দিরে এক সঙ্গে প্রবেশ করতে পারবেন সর্বোচ্চ 50 জন । এই সঙ্গে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার করা বাধ্যতামূলক ৷

iskcon-mayapur-open-its-gate-to-visitor-after-corona-infection-downward-in-state
iskcon-mayapur-open-its-gate-to-visitor-after-corona-infection-downward-in-state

By

Published : Jun 21, 2021, 6:37 PM IST

মায়াপুর, 21 জুন : করোনার কারণে কর্তৃপক্ষের নির্দেশে সাধারণ ভক্তদের জন্য বন্ধ ছিল মায়াপুর ইসকন মন্দিরের দরজা । রাজ্যে সংক্রমণ কমায় দীর্ঘদিন পর আজ মন্দির খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য ৷

আজ থেকে ইসকন মন্দির খোলা হলেও একাধিক বিধিনিষেধ জারি থাকছে । জানানো হয়েছে, মন্দিরে একসঙ্গে প্রবেশ করতে পারবেন সর্বোচ্চ 50 জন । এই সঙ্গে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার অবশ্যই ব্যবহার করতে হবে ৷ পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রেখে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা ।

খুলে গেল মায়াপুর ইসকন মন্দির

আরও পড়ুন: কোরোনার থাবা, একমাস বন্ধ থাকবে মায়াপুরের ইসকন মন্দির

সোমবার থেকে ইসকন মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্যে খুলে দেওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা । দীর্ঘ লকডাউনে প্রায় উপার্জনহীন হয়ে পড়েছিলেন মন্দির চত্বরের ব্যবসায়ীরা । যদিও এখনও পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় আগের মতো আয় হবে বলে মনে করছেন না তাঁরা । তথাপি মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা ৷

ABOUT THE AUTHOR

...view details