পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে - যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ

যুবতির গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শওহর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ নির্যাতিত মহিলার নাম জালি বিবি (35) ৷ ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া গ্রামের ৷

ছবি

By

Published : Nov 3, 2019, 10:30 AM IST

নদিয়া , 3 নভেম্বর : যুবতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শওহর ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ অভিযোগ, গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ নির্যাতিত মহিলার নাম জালি বিবি (35) ৷ ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া গ্রামের ৷

জালি বিবির শওহরের নাম মিহিদ শেখ ৷ তাদের তিনটি মেয়ে ও একছেলে আছে। পরিবারের ও স্থানীয় সূত্রের অভিযোগ, মিহিদের সঙ্গে 18 বছর আগে জালিবিবির বিয়ে হয় । সেই থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক অত‍্যাচার করেছে শহওর ও শ্বশুরবাড়ির সদস্যরা । অভিযোগ প্রায়ই মেরে ফেলার হুমকি দিত সে। হামিদ দিন চারেক আগে জলপাইগুড়ি থেকে অন্য এক মহিলাকে বিয়ে করে। নতুন বৌ ও শ্বশুর বাড়ির সকলে মারধর করে বিবিকে ।

অভিযোগ, গতকাল বিকালে তাঁর শ্বশুর বাড়ির লোকজন ও শওহর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। ঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা জালি বিবির বাপের বাড়িতে ফোন করে খবর দেয় ৷ সেখান থেকে ওই যুবতীকে লোকজন এসে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । অবস্থার অবনতি দেখে আশঙ্কাজনক অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা।

জালি বিবির পরিবারের পক্ষ থেকে নাকাশিপাড়া থানায় মিহিদ ও তার বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details