পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুলে সরকারি চাল বণ্টনের দায়িত্ব প্রভাবশালী ব্যবসায়ীকে ! - Influential businessmen

পড়ুয়াদের চাল বণ্টনের দায়িত্ব দেওয়া হলো এক ব্যবসায়ীকে । সরকারি চাল বিলি বণ্টনের দায়িত্ব পেয়ে সেই ব্যক্তি পরিমাণের থেকে ওজনে চাল কম দেওয়ার অভিযোগ উঠল।ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাঁটরা জুনিয়র হাই স্কুলে। সেই খবর সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত ব্যবসায়ীর হুমকির মুখে পড়েন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ।

government rice in schools
স্কুলে সরকারি চাল

By

Published : Apr 21, 2020, 4:27 PM IST

নদিয়া,21 এপ্রিল : স্কুলের শিক্ষক বা পরিচালন কমিটির অনুপস্থিতিতে স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীকে চাল বণ্টনের দায়িত্ব দিল স্কুল কর্তৃপক্ষ। সরকারি চাল বিলি বণ্টনেরদায়িত্ব পেয়ে সেই ব্যক্তি পরিমাণের থেকে ওজনে চাল কম দেওয়ার অভিযোগ উঠল।ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাঁটরা জুনিয়ার হাই স্কুলে। সেই খবর সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত ব্যবসায়ীর হুমকির মুখে পড়েন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ।

পড়ুয়াদের অভিভাবকরা অভিযোগ করেন, তাঁদের প্রত্যেক খাদ্যসামগ্রীতে 500 গ্রাম করে কম দেওয়া হয়েছে। এই বিষয়ে তাঁরা ওই স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে কথা বললে শিক্ষক স্বীকার করেন যে, তিনি স্কুলে যেতে পারেননি তাই পাশের এক দোকানদারকে দিয়ে স্কুল থেকে চাল বিলি হয়েছে।

অভিভাবকরা স্কুলে অভিযোগ করতে গেলে সেই খবর সংগ্রহ করতে গেলে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হুমকি দিতে থাকেন অভিযুক্ত ব্যক্তি। প্রশ্ন উঠছে, নিজেদের দায়িত্ব এড়িয়ে কীভাবে সরকারের দেওয়া চাল এক ব্যবসায়ীকে বণ্টনের দায়িত্ব দিতে পারেন স্কুল কর্তৃপক্ষ? অভিযুক্ত ব্যক্তি সাংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে খাদ্য সামগ্রী বিলি বন্ধ করে স্কুলে তালা লাগিয়ে চলে যান।

ABOUT THE AUTHOR

...view details