পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেআইনি অ্যাসিডের বোতল উদ্ধার শান্তিপুরে - অবৈধভাবে বিক্রির জন্য বেআইনি অ্যাসিড

শান্তিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 7 পেটি বেআইনি অ্যাসিডের বোতল উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ ৷ দোকান থেকে অবৈধভাবে বিক্রির জন্য বেআইনিভাবে মজুত করে রাখা হয়েছিল এই অ্যাসিড ৷ এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

অ্যাসিডের বোতল উদ্ধারে 3 জনকে আটক করেছে পুলিশ
অ্যাসিডের বোতল উদ্ধারে 3 জনকে আটক করেছে পুলিশ

By

Published : Jul 26, 2021, 1:36 PM IST

শান্তিপুর, 26 জুলাই : গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ অ্যাসিডের বোতল বাজেয়াপ্ত করল শান্তিপুর থানার পুলিশ। এর পাশাপাশি তিনজনকে আটক করে পুলিশ। শান্তিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ।

অভিযান চালিয়ে শান্তিপুরের বিভিন্ন এলাকার বিভিন্ন হার্ডওয়ারের দোকান থেকে অবৈধভাবে বিক্রির জন্য বেআইনিভাবে মজুত করে রাখা প্রচুর পরিমাণে অ্যাসিডের বোতল উদ্ধার করা হয়। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করে শান্তিপুর থানা পুলিশ।

প্রায় 7 পেটি বেআইনি অ্যাসিডের বোতল উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায় এই অ্যাসিডের বোতলগুলি বেআইনিভাবে মজুদ করে রাখা হয়েছিল বিভিন্ন হার্ডওয়ারের দোকানে। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 7 পেটি বেআইনি অ্যাসিডের বোতল।

আরও পড়ুন : ঝোপে পড়ে নিখোঁজ কিশোরীর দেহ, খুনের অভিযোগ

উল্লেখ্য দিন কয়েক আগেই নদিয়া জেলার কৃষ্ণনগরের এক তরুণীকে লক্ষ্য করে অ্যাসিড হামলার অভিযোগ ওঠে। এরপরই বিভিন্ন দিক থেকে প্রশাসনের উপর চাপ আসতে থাকে। প্রশ্ন উঠেছিল কিভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে অ্যাসিড খোলাবাজারে বিক্রি করতে পারে ।

অ্যাসিডের বোতল বাজেয়াপ্ত করল শান্তিপুর থানার পুলিশ

আর সেই কারণেই প্রশাসন তৎপর হয়ে বিভিন্ন জায়গায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায়। ঠিক তারপরই উদ্ধার হয় প্রায় 7 পেটি অ্যাসিডের বোতল ৷

ABOUT THE AUTHOR

...view details